রায়গঞ্জ

“আইকন অফ নর্থ বেঙ্গল” সম্মান পেলেন কৃষ্ণ কল্যানী

বিগত কিছুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন রায়গঞ্জের এই শিল্পপতি। রবিবার রাজ্যপাল জগদীপ ধনকর তাঁকে এই সম্মান প্রদান করেন।

সামনে বিধানসভা নির্বাচন, চা চক্রে গিয়ে জনসংযোগ বাড়াচ্ছেন কৃষ্ণ কল্যানী

Bengal Live রায়গঞ্জঃ “আইকন অফ নর্থ বেঙ্গল” সম্মান পেলেন রায়গঞ্জের শিল্পপতি কৃষ্ণ কল্যানী। করোনা সময়কাল থেকে লাগাতার নানান রকমের সামাজিক সেবা মূলক কাজের সাথে জড়িত থাকার কারণে “আইকন অফ নর্থ বেঙ্গল” সম্মান প্রদান করা হলো শিল্পপতি তথা বিজেপি নেতা কৃষ্ণ কল্যানীকে। রবিবার শিলিগুড়িতে কৃষ্ণ কল্যানীএ হাতে এই সম্মান তুলে দেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর। সম্মান পেয়ে আপ্লুত কৃষ্ণ কল্যানী।

গুঞ্জন হল সত্যি, এবার কি তবে রায়গঞ্জের পদ্ম প্রার্থী শিল্পপতি কৃষ্ণ কল্যানী ?

করোনা শুরু সময় থেকেই একের পর এক সমাজ সেবা মূলক কাজের সাথে নিজেকে যুক্ত করেন কৃষ্ণ কল্যানী। তাঁর সংস্থা কল্যানী সলভেক্স-এর পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করেছিলেন ২৫ লক্ষ টাকা। এছাড়াও জেলাজুড়ে লকডাউন পিরিয়ডে দুস্থ মানুষদের হাতে খাবার, শীতবস্ত্র, স্যানিটাইজার, মাস্ক সহ নানান জিনিস তুলে দিয়েছেন কৃষ্ণ কল্যানী। আর্থিক অনটনে ভোগা সাধারণ নাগরিকদের পাশে চিকিৎসার টাকা জোগার, দুস্থ পড়ুয়ার পড়াশুনার টাকা জোগারেও অগ্রণী ভূমিকা পালন করতে দেখা গিয়েছে কৃষ্ণ কল্যানীকে। এই বিষয়ে শিল্পপতি বলেন, ক্রমশ বেড়ে ওঠা কল্যানী সলভেক্সে বিপুল পরিমাণ কর্মসংস্থান ও সামাজিক নানান কাজের জন্য আমাকে এই সম্মান প্রদান করা হয়েছে।

নিজের উদ্যোগেই রাস্তা বানাচ্ছিলেন গ্রামবাসীরা, সাহায্যের হাত বাড়ালেন রায়গঞ্জের শিল্পপতি

Related News

Back to top button