রায়গঞ্জ
আমেরিকার কৃষ্ণ মন্দির তৈরি করেছে রায়গঞ্জের শাস্ত্রী সংঘ
![](https://i0.wp.com/www.bengallive.in/wp-content/uploads/2019/10/durga-puja-preparation-of-sastri-sangha-raiganj.jpg?resize=780%2C470&ssl=1)
আমেরিকার কৃষ্ণ মন্দির তৈরি করেছে রায়গঞ্জের শাস্ত্রী সংঘ
Bengal Live রায়গঞ্জঃ ৫৫ তম বর্ষে আমেরিকার কৃষ্ণ মন্দিরের আদলে মন্ডপ প্রস্তুত করল রায়গঞ্জের শাস্ত্রী সংঘ। বাঁশ, কাঠ, প্লাইউডের পাশাপাশি মন্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে স্পঞ্জের। মন্ডপের ভিতরে ও বাইরে দুই জায়গাতেই থাকছে স্পঞ্জের উপর নানান কারুকার্য। মালদা কুমোরপাড়া থেকে আনা হয়েছে একচালা সাবেকি প্রতিমা। থাকছে চন্দননগরের আলোকসজ্জা। ষষ্ঠীতে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে পূজা উদ্যোক্তাদের পক্ষ থেকে।