রায়গঞ্জ

শ্রমিকদের মাসিক মজুরি ২১ হাজার ও পেনশন ১০ হাজার টাকার দাবিতে মিছিল রায়গঞ্জে

পরিযায়ী শ্রমিকদের কাজ, দৈনিক মজুরি ৩০০ টাকা, চাষীদের ক্ষতিপূরণ সহ একাধিক দাবিতে রায়গঞ্জের পথে বাম শ্রমিক সংগঠন।

Bengal Live রায়গঞ্জঃ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে রায়গঞ্জে মিছিল সংগঠিত করল বামফ্রন্টের শ্রমিক সংগঠন। রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে শতাধিক বামপন্থী শ্রমিক নেতা, কর্মী ও সমর্থককে সাথে নিয়ে রবিবার মিছিল হয় রায়গঞ্জে। মিছিলে নেতৃত্ব দেন বাম শ্রমিক সংগঠন সিটুর জেলা সভাপতি পরিতোষ দেবনাথ, সিপিএম জেলা সম্পাদক অপূর্ব পাল সহ জেলা শ্রমিক সংগঠনের শীর্ষ নেতৃত্ব। দেশের শ্রমিকদের প্রতিমাসে নুন্যতম ২১ হাজার টাকা মজুরি প্রদান ও মাসিক ১০ হাজার টাকা করে পেনশন বাধ্যতামূলক করার দাবি তোলা হয় এদিন।

মিছিল শেষে এদিন পথ সভার আয়োজন করা হয়৷ সেখানে বক্তব্য রাখেন শ্রমিক নেতৃত্ব৷ জেলায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ভুট্টা, সবজি, বোরো ধান চাষীদের ক্ষতিপূরণ, লকডাউনে ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ মুকুব,
কৃষকদের ফসলের লাভজনক দাম দেওয়ার দাবি তোলা হয় এদিন।

কর্পোরেট স্বার্থরক্ষাকারী কেন্দ্রীয় অর্ডিন্যান্স বাতিল করা সহ কৃষকদের স্বার্থে কেন্দ্র ও রাজ্য কর কমিয়ে ডিজেলের দাম কমানোর দাবিও এদিনের আন্দোলন থেকে তোলেন শ্রমিক নেতৃত্ব।
ভিন রাজ্য থেকে ফেরত আসা শ্রমিকদের ১০০ দিনের কাজের অন্তর্ভুক্তিকরণ ও ন্যূনতম দৈনিক ৩০০ টাকা মজুরি দেওয়ার দাবি জানানো হয়।

Related News

Back to top button