রায়গঞ্জে বেপরোয়া নাগরিকদের করোনা সচেতন করতে পথে নামলেন পুরপতি
তৃতীয় দফায় ফের লকডাউন রায়গঞ্জে। করোনা সংক্রমণ বেড়েই চলছে। তবু সাধারণ মানুষের একটা বড় অংশের হুঁশ নেই। বেপরোয়া সেইসব মানুষকে সচেতন করতে পথে নামলেন চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস।
Bengal Live রায়গঞ্জঃ পুলিশ, মহকুমা শাসকের পাশাপাশি রায়গঞ্জে লকডাউন সফল করতে পথে নামলেন পুরপতি সন্দীপ বিশ্বাস। “মানুষ বেপরোয়া” করোনা পরিস্থিতি যখন জটিল আকার নিয়েছে, তখন তো আমরা বসে থাকতে পারি না। মানুষকে আরও বেশি করে সচেতন করতে হবে বলে মন্তব্য করেন রায়গঞ্জের পুরপতি সন্দীপ বিশ্বাস।
আরও পড়ুনঃ রায়গঞ্জে বেড়েই চলেছে করোনা সংক্রমণ, লকডাউন করতে রাস্তায় পুলিশ ও এসডিও
বৃহস্পতিবার রায়গঞ্জ শহরে লকডাউনের দ্বিতীয় দিনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকলেও যথেষ্ট পরিমাণে মানুষ এদিন রাস্তায় বেরিয়েছেন। বেশ কিছু জায়গায় রাস্তার ধারে চায়ের দোকানে আড্ডা দেওয়ার ছবিও দেখা গিয়েছে। পরিমাণে অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম হলেও টোটো চলাচল সচল রয়েছে শহরে৷ মাস্ক ছাড়া এখনও বহু মানুষকে রাস্তায় ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে। চলাচল করছে সরকারি বাসও।
পরিস্থিতি সামাল দিতে বুধবার সন্ধ্যা থেকেই রায়গঞ্জের পথে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ। বিনা প্রয়োজনে বাড়ির বাইরে না বেরোনোর অনুরোধ করা হয় বাসিন্দাদের। একই বার্তা দিতে বুধবার দিন শহরের পথে নামেন মহকুমা শাসকও।
আরও পড়ুনঃ মাধ্যমিকে ষষ্ঠ রায়গঞ্জ
বৃহস্পতিবার লকডাউন সফল অভিযানে নেতৃত্ব দেন রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাস। অভিযানে সামিল হয়েছিলেন সিআইসি সদস্য ভোলা পাল, বরুন ব্যানার্জী, সাধন বর্মন সহ পুর আধিকারিকেরা। পুরপতি সন্দীপ বিশ্বাস নিজে মাইকিং করে মানুষকে সচেতন করার পাশাপাশি দোকানপাট বন্ধ করার আবেদন জানান।
রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাস বলেন, “মানুষ বেপরোয়া।”
এই শহরে যখন চিকিৎসক, নার্স, ব্যবসায়ী, রেশন ডিলার, ব্যাঙ্ক কর্মী, ক্রেতা সাধারণ আক্রান্ত তখনতো আমরা বসে থাকতে পারিনা। তাই ভয়াবহ এই করোনার সংক্রমণ প্রতিরোধে রায়গঞ্জ শহর লকডাউন সফল করতে রাস্তায় নেমেছি। মানুষের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছি।
আরও পড়ুনঃ করোনা – বায়োলজি, বিশ্বপুঁজির খেলা এবং আমাদের অস্তিত্ব