রায়গঞ্জ

চলছে লকডাউন, রায়গঞ্জে আটক একাধিক

লকডাউন লাগু হওয়ার পরেই তৎপর রায়গঞ্জ পুলিশ৷ এদিন একাধিক লকডাউন অমান্যকারীদের আটক করেছে পুলিশ৷

Bengal Live রায়গঞ্জঃ লকডাউন অমান্য করায় বৃহস্পতিবার একাধিক জনকে আটক করল রায়গঞ্জ থানার পুলিশ। বেলা দুটোর পর লকডাউন লাগু হওয়ার সাথে সাথেই পথে নামে রায়গঞ্জ থানার পুলিশ৷ শহরজুড়ে কড়া নজরদারি শুরু করেন পুলিশ কর্মীরা। জানা গেছে, প্রায় ১০ জনকে এদিন লকডাউন অমান্য করায় আটক করেছে পুলিশ৷ এদিকে গত বুধবার সাপ্তাহিক লকডাউনের দিন রায়গঞ্জ পুলিশ জেলার অন্তর্গত পাঁচটি থানায় ৪৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। রায়গঞ্জে ১১, করণদিঘিতে ৬, কালিয়াগঞ্জে ৮, হেমতাবাদে ৬ ও ইটাহারে ১০জনকে গ্রেপ্তার করে পুলিশ৷

এদিকে বুধবারের করোনা বুলেটিন অনুযায়ী উত্তর দিনাজপুর জেলায় আরও ১৪ জনের দেহে পাওয়া গিয়েছে করোনা ভাইরাসের অস্তিত্ব।আক্রান্তদের মধ্যে রায়গঞ্জ পুরসভা এলাকার দুই ব্যক্তি রয়েছেন। এই নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১২৫৭ জন। করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জন।বর্তমানে চিকিৎসারত রয়েছেন আরও ২০৬ জন। এদিকে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১০৩৭ জন।

Related News

Back to top button