ইটাহারে ব্যাপক উত্তেজনা, ভাঙচুর উল্কা ক্লাবে, ক্যারাম বোর্ডে আগুন
নির্বাচনের ফল প্রকাশ হতেই চরম উত্তেজনা ছড়ালো ইটাহারে। অমল আচার্যের ক্লাব তথা বিজেপির নির্বাচনী কার্যালয় উল্কা ক্লাবে হামলার অভিযোগ।
ইটাহারঃ ইটাহারে অমল আচার্যের ক্লাবে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ক্লাবের সামনে টায়ার ও ক্লাবের ক্যারাম বোর্ড জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ব্যাপক ভাঙচুর চালানো হয় ক্লাবের ভেতরে। ক্লাব সদস্যদের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ইটাহারে। ঘটনাস্থলে পৌঁছেছে ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী৷
নির্বাচনের কয়েকদিন আগে প্রার্থী না করার ক্ষোভে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন প্রাক্তন বিধায়ক অমল আচার্য। এরপর থেকেই একদা তৃণমূলের পার্টি অফিস নামে পরিচিত উল্কা ক্লাব পরিণত হয় বিজেপির নির্বাচনী কার্যালয়ে। বিজেপির অভিযোগ, ইটাহারে তৃণমূল কংগ্রেস প্রার্থী মোসারফ হোসেন জয় লাভ করার পরেই শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় উল্কা ক্লাবে। ব্যাপক ভাঙচুর করা হয় বিজেপির নির্বাচনী কার্যালয়ে। টায়ার, ক্যারাম বোর্ড ও আসবাবপত্র জ্বালিয়ে দেওয়া হয় ক্লাবের সামনে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় ইটাহার থানার পুলিশ। এদিকে হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।