রায়গঞ্জ

শাড়ি পড়ে লাগাতার ব্যাক ফ্লিপ দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রায়গঞ্জের মিলি

 

 

সঠিক ভাবে প্রশিক্ষণ নিলে, শাড়ি পড়েও খুব সহজে জিমনাস্টিক করা যায়৷ এমনই মত রায়গঞ্জের মিলির।

 

Bengal Live রায়গঞ্জঃ শাড়ি পড়ে লাগাতার ব্যাকফ্লিপ দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কুলিক পাড়ের মিলি। মিলছে নানান জায়গা থেকে বাহবা। সঠিক ভাবে প্রশিক্ষণ নিলে, শাড়ি পড়েও খুব সহজে জিমনাস্টিক করা যায়। এমনই মত তাঁর। আর্থিক অনটনের মধ্যেও নিজেকে উচ্চতার শিখরে নিয়ে যেতে বদ্ধপরিকর মিলি।

বাবা নকুল সরকার পেশায় গাড়ির চালক। বিদ্যুৎ বিভাগের একটি গাড়ি চালিয়ে মাসিক রোজগার দশ হাজারেরও কম। দুই মেয়ে, ছেলেকে নিয়ে পাঁচ জনের সংসার টানতে তাই নুন আনতে পান্তা ফুড়িয়ে যাওয়ার জোগার৷ এমন পরিস্থিতিতে মেয়ের এই সাফল্যে বেজায় খুশি নকুল বাবু।

জানেন কি আপনার শিশু মিথ্যে বলে কেন ? জেনে নিন, সংশোধনের পথ খুঁজে পাবেন

রায়গঞ্জের কুলিক নদীর পারের আবদুলঘাটায় বাড়ি মিলি সরকারের। কনটেম্পোরারি ডান্সের প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি ধারাবাহিক ভাবে যোগা অভ্যাস করেন তিনি। ইন্সটাগ্রাম, ফেসবুকের মতন সোশ্যাল মিডিয়ায় প্রায় দিনই নাচের ভিডিও, জিমনাস্টিকের ভিডিও পাবলিশ করে থাকেন মিলি। এরই মধ্যে থেকে হঠাৎই কয়েকটি ভিডিও ভাইরাল হয়ে যায় মিলির। যেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে, সেগুলোতে দেখা গিয়েছে, শাড়ি পড়েই লাগাতার ব্যাক ফ্লিপ দিচ্ছেন কুলিক পারের মিলি সরকার।
ভিডিওগুলি ভাইরাল হওয়ার পর থেকেই দেশ তথা বিদেশ থেকেও শুভেচ্ছা বার্তা এসেছে বলে জানিয়েছে মিলির পরিবার।

মিলির বাবা নকুল সরকার জানিয়েছেন, বছর পাঁচেক আগে শিলিগুড়ির একটি সংস্থায় কনটেমপোরারি ডান্স শেখা শুরু করে মিলি। এছাড়া বাড়িতেই নিয়মিত যোগা অভ্যাস করে মিলি। ২০১৮ সালে মহারাষ্ট্রে সর্বভারতীয় একটি যোগা প্রতিযোগিতায় সে সফল হয়ে স্বর্ণ পদক লাভ করে।

শুভেন্দু অধিকারীর পোস্টারে ছয়লাপ রায়গঞ্জ, প্রচারক গার্গী মুখার্জি

মিলি জানিয়েছেন, জিমন্যাষ্টিক ভাল ভাবে শিখলে কোন সমস্যাই সমস্যা নয়। শাড়ি পড়েও খুব সহজে ব্যাক ফ্লিপ দেওয়া সম্ভব। তাঁর দাবি, অন্যদের থেকে কিছু আলাদা করতে পারলেই খুব সহজে নজরে আসা যায়। এই কথা মাথায় রেখেই সোশ্যাল মিডিয়ায় শাড়ি পড়ে ব্যাকফ্লিপ দেওয়ার ভিডিও সে আপলোড করে। ভবিষ্যতে ডান্স নিয়ে এগিয়ে যেতে চায় মিলি। নৃত্য জগতেই সাফল্য পাওয়ার জন্য ক্রমাগত প্রশিক্ষণ নিয়ে চলেছে বলে জানিয়েছেন মিলি।

 

https://www.instagram.com/p/CHz9mPnjI9O/?utm_source=ig_web_copy_link

 

 

 

https://www.instagram.com/p/CIM6B94DuPo/?utm_source=ig_web_copy_link

Related News

Back to top button