রায়গঞ্জ

ইটাহারে সড়ক দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক

বেকিডাঙ্গা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত চার পরিবারের পাশে দাঁড়ালেন ইটাহারের বিধায়ক অমল আচার্য।পারলৌকিক ক্রিয়াকর্মের জন্য ১৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য তুলে দিলেন তিনি।

Bengal Live ইটাহারঃ বেকিডাঙ্গা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত চার পরিবারের পাশে দাঁড়ালেন ইটাহারের বিধায়ক অমল আচার্য। মঙ্গলবার শোকার্ত পরিবারের সাথে দেখা করেন বিধায়ক৷ প্রত্যেক পরিবারের হাতে পারলৌকিক ক্রিয়াকর্মের জন্য ১৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য তুলে দেওয়ার পাশাপাশি কিছু খাদ্য সামগ্রী তুলে দেন তিনি।

অমল আচার্য বলেন, মর্মান্তিক দুর্ঘটনায় চার জনের প্রাণ গিয়েছে। এই দুঃখ ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমাদের নেই। শোকার্ত পরিবারগুলোর পাশে থাকার জন্য এদিন আমরা এসেছিলাম। সামান্য কিছু অর্থ ও খাদ্য সামগ্রী তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত রবিবার সন্ধ্যায় ইটাহারের বেকিডাঙা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্যাঙ্কার জাতীয় সড়কের ধারে বসে থাকা চারজনকে পিষে দেয়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। দুর্ঘটনার পরেই মৃতদেহ আগলে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা৷ ইটাহার থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Related News

Back to top button