রায়গঞ্জ

বাঙার ও মারনাই মোড়ে সরকারি NBSTC বাস স্টপের উদ্বোধন করলেন বিধায়ক অমল আচার্য

দীর্ঘ প্রতীক্ষার অবসান। ইটাহারের মারনাই মোড় ও বাঙারে চালু হল সরকারি বাস স্টপ। এখন থেকে দিনের সমস্ত সরকারি এনবিএসটিসি বাস এই দুটি জায়গায় স্টপেজ দেবে।

 

Bengal Live রায়গঞ্জঃ আজ থেকে চালু হল ইটাহারের বাঙার ও মারনাই মোড়ে সরকারি বাসের স্টপেজ। এদিন আনুষ্ঠানিক ভাবে এই স্টপেজের উদ্বোধন করেন ইটাহারের বিধায়ক অমল আচার্য। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি বাঙার, মারনাই এলাকার মানুষ সহ আশপাশের কয়েক হাজার গ্রামবাসী।

মালদা-রায়গঞ্জ ও রায়গঞ্জ-মালদা রুটের সরকারি বাসগুলি যাতে বাঙার ও মারনাই মোড়ে দাঁড়ায় তার দাবি বহুদিন ধরেই জানিয়ে আসছিলেন স্থানীয় এলাকার বাসিন্দারা। গ্রামবাসীদের সেই দাবি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিয়ে তা মঞ্জুর করার আবেদন জানিয়েছিলেন ইটাহারের বিধায়ক অমল আচার্য। বিধায়কের তদ্বিরে দুই মাস আগে সেই আবেদন মঞ্জুর করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী আমাদের আবেদন মঞ্জুর করার পর সরকারি ভাবে প্রয়োজনীয় সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ মারনাই মোড়ে দুটি বোর্ড লাগিয়ে সরাকারি বাসস্টপ আনুষ্ঠানিক ভাবে চালু করে দিলেন বিধায়ক অমল আচার্য। বিধায়ক বলেন, আজ থেকে রায়গঞ্জ ও মালদাগামী সমস্ত এনবিএসটিসি ডে সার্ভিসের বাস বাঙার ও মারনাই মোড়ে স্টপেজ দেবে। এর ফলে এই এলাকার কয়েক হাজার মানুষের রায়গঞ্জ, মালদা যাতায়াতে সুবিধা হবে।

Related News

Back to top button