রায়গঞ্জ

ইটাহারে বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের, প্রতিবাদে সামিল খোদ বিধায়ক

দলনেত্রীর নির্দেশে ইটাহারে বিধায়কের বাড়ির সামনেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। বিক্ষোভে সামিল খোদ বিধায়ক অমল আচার্য।

Bengal Live রায়গঞ্জঃ বিধায়কের বাড়ির সামনে ধর্না বিক্ষোভে সামিল খোদ বিধায়ক। বুধবার এমনই দৃশ্য দেখল ইটাহারবাসী। আসলে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে নিজের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন ইটাহারের তৃণমূল বিধায়ক অমল আচার্য।

এদিন দুপুরে ইটাহারে বিধায়ক অমল আচার্যর বাড়ির সামনে সমবেত হন স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকরা। তাঁদের সঙ্গে যোগ দেন বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অমল আচার্য। বাড়ির সামনে রান্নার গ্যাসের সিলিণ্ডার ও একাধিক প্ল্যাকার্ড নিয়ে কেন্দ্রীয় সরকারের গণবিরোধী নীতির বিরুদ্ধে দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি বিক্ষোভ দেখান বিধায়ক নিজেও।

বিধায়ক অমল আচার্য বলেন, “মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়েছিলেন, দলের সমস্ত বিধায়ক ও ব্লক নেতাদেরকে তাঁদের নিজ নিজ বাড়ির সামনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে হবে। সেই নির্দেশ মেনেই আজ আমার বাড়ির সামনে দাঁড়িয়ে দলের স্থানীয় কর্মী-সমর্থকদের নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করলাম। পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দামও ক্রমশ হুহু করে বাড়ছে। ফলে চরম সঙ্কটের মধ্যে পড়েছেন সাধারণ মানুষ। পাশাপাশি রেলকে বেসরকারি হাতে বিক্রি করে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এরই প্রতিবাদে দলনেত্রীর নির্দেশে আজ আমার বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করলাম।”

Related News

Back to top button