রায়গঞ্জ

সুষমা স্বরাজকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির দেশের ভিভিআইপি-রা, ট্যুইটারেও শোকবার্তা সকলের

সুষমা স্বরাজকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির দেশের ভিভিআইপি-রা, ট্যুইটারেও শোকবার্তা সকলের

Bengal Live ওয়েব ডেস্কঃ প্রাক্তন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে শোক স্তব্ধ গোটা দেশ। ট্যুইটারে আছড়ে পড়েছে একের পর এক শোকবার্তা। বুধবার সকালে সুষমা স্বরাজের বাসভবনে পৌঁছে গিয়েছিলেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেখানে শেষ স্রদ্ধা জানান তাঁরা। সুষমা স্বরাজের পরিজনদের সাথেও কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ মোদী মন্ত্রী সভার একাধিক মন্ত্রীকে এদিন সুষমা স্বরাজের বাসভবনে পৌঁছতে দেখা যায়।

রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী সহ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহও এদিন সকালে প্রয়াত প্রাক্তন মন্ত্রীর বাড়িতে যান। শেষ স্রদ্ধা জানান প্রত্যেকেই৷

এদিন সকালে দিল্লির এইমস হাসপাতাল থেকে সুষমা দেবীর নিথর দেহ তাঁর বাসভবনে আনা হয়৷ সেখানেই একে একে সকলকে আসতে দেখা যায়৷ অভিনেত্রী হেমা মালিনীও এদিন সুষমা দেবীর বাসভবনে যান।

জানা গেছে, আজ বেলা ৩টায় লোধি ঘাটে প্রাক্তন মন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে।

Related News

Back to top button