কালিয়াগঞ্জ ধরে রাখতে বামের সাথে জোট চায় কংগ্রেস
তৃণমূল চাইলেও সমর্থন নয়। কালিয়াগঞ্জ উপনির্বাচনে বামফ্রন্টের সাথে জোট করেই লড়বে কংগ্রেস। মঙ্গলবার দ্ব্যর্থহীণ ভাষায় জানিয়ে দিলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত।
Bengal Live রায়গঞ্জঃ তৃণমূল চাইলেও সমর্থন নয়। কালিয়াগঞ্জ উপনির্বাচনে বামফ্রন্টের সাথে জোট করেই লড়বে কংগ্রেস। মঙ্গলবার দ্ব্যর্থহীণ ভাষায় জানিয়ে দিলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত।
সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রের প্রার্থীপদ নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পরেও শেষ পর্যন্ত সমঝোতা হয়নি বাম ও কংগ্রেসের। তৃণমূল ও বিজেপির পাশাপাশি সিপি(আই)এম তথা বাম প্রার্থীর বিরুদ্ধেও সরাসরি যুদ্ধে অবতীর্ণ হয়েছিল কংগ্রেস। তবে আপাতত সেই তিক্ততা ভূলে ফের বামেদের হাত ধরেই ভোট বৈতরণী পার করার চিন্তা করছে কংগ্রেস।
এদিন রায়গঞ্জে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, “লোকসভা নির্বাচনে আমরা ৬১০০০ ভোট পেয়েছি, কংগ্রেস ১৮ হাজার ভোট পেয়ে ইতিহাস হয়ে গিয়েছে।” কানাইয়া বাবুর দাবী, “নির্বাচনের এই ফলের নিরিখেই দেখা যাচ্ছে সংগঠন কার রয়েছে। তাই কংগ্রেসকে বলব তৃণমূলকে সমর্থন করুক।”
এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মোহিত সেনগুপ্ত বলেন, তৃণমূল দলটাই থাকবে কিনা সন্দেহ। ওরা সন্ত্রাস সৃষ্টিকারী দল। তাই ওদের সাথে হাত মেলানোর কোনও প্রশ্নই নেই। আমরা বামফ্রন্টের সাথে জোট করে কালিয়াগঞ্জ উপনির্বাচনে লড়ব। এই ব্যাপারে বামফ্রন্টের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের সাথে কথা চলছে।