রায়গঞ্জ

করণদিঘিতে দুষ্কৃতীদের কবলে রায়গঞ্জের ব্যবসায়ী, গ্রেপ্তার বিহারের দুষ্কৃতী

করণদিঘিতে দুষ্কৃতীদের কবলে রায়গঞ্জের ব্যবসায়ী, গ্রেপ্তার বিহারের দুষ্কৃতী

Bengal Live রায়গঞ্জঃ করণদিঘি থেকে ব্যবসার কাজ সেরে ফেরার পথে দুষ্কৃতীদের কবলে রায়গঞ্জের ব্যবসায়ী। দুষ্কৃতীরা ওই ব্যবসায়ীর ১০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে চম্পট দিয়েছে বলে অভিযোগ। খবর পেয়েই পুলিশ এক দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে।

জানা গেছে, রায়গঞ্জের কলেজপাড়ার বাসিন্দা পাইকারি ওষুধ ব্যবসায়ী উৎপল মুখার্জী করণদিঘির বিভিন্ন ওষুধের দোকানে বকেয়া টাকা কালেকশন করে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, পথে নাকোল এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে দুটি মোটর সাইকেল নিয়ে তার পথ আগলে দাঁড়ায় চার দুষ্কৃতী। আগ্নেয়াস্ত্র দেখিয়ে উৎপলবাবুর কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ও মোবাইল ফোনটি ছিনতাই করে বিহারের দিকে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ

জাতীয় সড়ক থেকে হাইজ্যাক গ্রিন টি বোঝাই ট্রাক, উদ্ধার করল ইসলামপুর পুলিশ

এদিকে মোটর বাইক নিয়ে পালানোর সময় দুর্ঘটনার কবলে পড়ে এক দুষ্কৃতী। পুলিশের তৎপরতায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হয় ওই দুষ্কৃতী। বিহারের কাটিহারের বাসিন্দা ধৃত ওই দুষ্কৃতীর নাম দিবাকর রায়। পুলিশ আহত অবস্থায় ওই দুষ্কৃতীকে করণদিঘি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। যদিও ওষুধ ব্যবসায়ীর টাকা ও মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় বাকি দুষ্কৃতীরা। পুলিশ পলাতক বাকি দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে।

Related News

Back to top button