রায়গঞ্জ

নার্সিং হোমে চিকিৎসকের গাফিলতিতে সঙ্কটাপন্ন মা ও সদ্যোজাত, প্রতিবাদে অবরোধ রায়গঞ্জে

নার্সিং হোমে চিকিৎসকের গাফিলতিতে সঙ্কটাপন্ন মা ও সদ্যোজাত। চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ উগরে বিক্ষোভ পরিজনদের৷ উত্তেজনা রায়গঞ্জে।

Bengal Live রায়গঞ্জঃ চিকিৎসকের গাফিলতিতে সদ্যোজাত শিশু ও প্রসুতি মায়ের সঙ্কটজনক পরিস্থিতি তৈরী হওয়ার অভিযোগে উত্তেজনা রায়গঞ্জে। ঘটনা শহরের একটি বেসরকারি নার্সিং হোমে। প্রতিবাদে নার্সিং হোমের পাশেই রায়গঞ্জ মেডিক্যাল কলেজের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান প্রসূতির পরিজনরা। বুধবার বিকেলে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জের উকিলপাড়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। উত্তেজিত রোগীর আত্মীয়দের বুঝিয়ে মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে থেকে পথ অবরোধ তুলে দেয় পুলিশ৷ এর পর অভিযুক্ত চিকিৎসকের গ্রেপ্তারের দাবীতে ওই নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন রোগীর আত্মীয়রা।

প্রসূতির আত্মীয় নিরঞ্জন রায়ের অভিযোগ, “গত সোমবার চেক আপ করাতে এলে প্রসূতিকে ভর্তি করে দিতে বলেন চিকিৎসক। এরপর আমরা একাধিকবার চিকিৎসকের সাথে বিস্তারিত কথা বলতে চাইলে তিনি আমাদের বলেন, রোগী ভালো আছে। আপনারা চলে যান। এরপর এদিন সকালে আচমকা চিকিৎসক বলেন, রোগীর অবস্থা ভালো নয়৷ এখনই অস্ত্রোপচার করতে হবে৷ অস্ত্রোপচারের পর প্রসূতির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মালদায় স্থানান্তর করতে বলেন। আমরা চিকিৎসককে জানাই, যা ব্যবস্থা নেওয়ার এখানেই নিতে হবে। এরপর আমাদের সাথে কোনও কথা না বলেই এম্বুল্যান্স ডেকে রোগীকে নীচে নামিয়ে আনা হয়। বলা হয়, এই রোগীর দায়িত্ব আমরা নিতে পারব না। এবং চিকিৎসককেও আর দেখা যায়নি।”

নার্সিংহোমের ম্যানেজার রিন্টু সরকার জানান, রোগীর অবস্থা খারাপ থাকায় প্রথম অবস্থায় ডাক্তারবাবু অস্ত্রপচার করেননি। পরে রোগীকে বাঁচানোর জন্য অস্ত্রোপচার করেন। তবে আশঙ্কাজনক পরিস্থিতি থাকায় মালদায় স্থানান্তর করার জন্য রোগীর পরিজনদের বলা হলে তাঁরা রাজি হননি৷ এরপরেই একটু সমস্যা তৈরি হয়।

যদিও শেষ পর্যন্ত ওই সদ্যোজাত শিশু ও তার মাকে পাশের অন্য একটি নার্সিং হোমে নিয়ে গিয়ে ভর্তি করেন পরিজনরা। সেখানে মা ও শিশুকে আইসিইউতে রেখে চিকিৎসা শুরু করা হয়েছে বলে জানা গেছে।

Related News

Back to top button