রায়গঞ্জ

মশাল মিছিলের মধ্য দিয়ে কালিয়াগঞ্জে শুরু হলো পৌর উৎসব

তৃতীয় বছরে কালিয়াগঞ্জ পৌর উৎসব। মশাল মিছিল ও বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে সূচণা হলো উৎসবের৷ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সরকারি বিভিন্ন প্রকল্প গুলির প্রচার চলবে আগামী পাঁচদিন ধরে।

Bengal Live রায়গঞ্জঃ মশাল মিছিলের মধ্য দিয়ে কালিয়াগঞ্জে শুরু হলো পৌর উৎসব। এবছর তৃতীয় তম বর্ষে পদার্পণ করল পৌর উৎসব৷ এই উৎসব চলবে পাঁচ দিন ব্যাপি। বৃহস্পতিবার রাতে সূচনা অনুষ্ঠানে মশাল হাতে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন কালিয়াগঞ্জের নবনির্বাচিত বিধায়ক তপন দেব সিংহ, কালিয়াগঞ্জ পুরসভার পুরপতি কার্তিক চন্দ্র পাল সহ অন্যান্যরা৷

অঙ্কন, কুইজ প্রতিযোগিতার পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ হবে পৌর উৎসবের দিনগুলিতে। শিশুসাথী থেকে সবুজসাথী, কন্যাশ্রী থেকে রূপশ্রী, সমব্যাথী থেকে সমর্থন-এর মতন প্রকল্প গুলির প্রচারে ট্যাবলো বের করা হয়৷

কালিয়াগঞ্জ পুরসভার পুরপতি কার্তিক চন্দ্র পাল বলেন, কালিয়াগঞ্জের সর্বস্তরের মানুষের সহযোগীতায় ২০১৭ সাল থেকে পৌর উৎসব শুরু করা হয়েছে। শুধু কংক্রিটের রাস্তা বা ড্রেন তৈরি করে উন্নয়ন করা নয়, সমাজের উন্নয়নের লক্ষ্যে এই পৌর উৎসবের আয়োজন করা হয়ে থাকে। পৌর উৎসব উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল নেতা তথা কালিয়াগঞ্জ পুরসভার পুরপতি কার্তিক চন্দ্র পাল।

Related News

Back to top button