রায়গঞ্জ

করোনা আবহে সাইকেল ঘিরে রহস্য রায়গঞ্জে, নানা জল্পনা শহরজুড়ে

বেওয়ারিশ সাইকেল ঘিরে রহস্য রায়গঞ্জে। টাকার রহস্য মিটতে না মিটতেই শহরজুড়ে সাইকেল রহস্য। তালাহীন ওই সাইকেলকে ঘিরে জল্পনা এখন তুঙ্গে।

Bengal Live রায়গঞ্জঃ টাকার রহস্য মিটতে না মিটতেই ফের শহরজুড়ে রোমহষর্ক রহস্য। এবার রহস্যের উৎসস্থল একটি বেওয়ারিশ বাইসাইকেল। চারদিন ধরে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকায় রাস্তার পাশে পরে থাকা একটি সাইকেলকে ঘিরে ক্রমশ রহস্য বাড়ছে শহরে। তালাহীন ওই সাইকেলকে ঘিরে জল্পনা এখন তুঙ্গে। করোনা আতঙ্কে সেই সাইকেল থেকে শতহস্ত দূরে স্থানীয় বাসিন্দারা। পুলিশও সাইকেলটিকে সরিয়ে নিয়ে যাচ্ছে না। সবচেয়ে অবাক কাণ্ড, কোনও চোরের নজরও পড়েনি বেওয়ারিশ ওই সাইকেলের উপর।

জানা গেছে, গত প্রায় ৪-৫ দিন ধরে রাস্তার পাশে তালাবিহীন একটি সাইকেল একইভাবে দাঁড়িয়ে আছে শিলিগুড়ি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে। নিত্যদিন ছিঁচকে চোরের উপদ্রব লেগে থাকা এই শহরে তালাবিহীন একটি সাইকেল কোন মন্ত্রবলে চুরির হাত থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে, শহরবাসীর কাছে সেটাই সবচেয়ে রহস্যময় ঠেকছে।

স্থানীয় বাসিন্দা বাপ্পাদিত্য পাল বলেন, ৪ দিন আগে শিলিগুড়ি মোড় এলাকায় সাইকেলে চেপে আসা এক পরিযায়ী শ্রমিককে পুলিশ আটকায়। সেদিন থেকেই সাইকেলটি পড়ে রয়েছে সেখানে। করোনা ভাইরাস সংক্রমণের ভয়ে পুলিশও হয়তো হাত দেয়নি সাইকেলটিতে। তা না হলে তো পুলিশই বেওয়ারিশ ওই সাইকেল থানায় নিয়ে গিয়ে রাখতো।

Related News

Back to top button