Bengal Live রায়গঞ্জঃ ফের গানের আগুনে জ্বলে উঠলেন প্রতিবাদী নচিকেতা। দীর্ঘ শীতঘুমে থাকার পর এবার কাটমানি নিয়ে গান বাঁধলেন তিনি। গানের শব্দ-বাণে বিদ্ধ করলেন শাসক দলের কাটমানি খাওয়া নেতা-মন্ত্রীদের। তীব্র কটাক্ষ ঝড়ে পড়েছে নচিকেতার এই গানের প্রতিটি ছত্রে।
ইতিমধ্যেই গানের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের ঘরে বিছানায় বসে গিটার বাজিয়ে নচিকেতা গাইছেন —
“খেয়েছেন যাঁরা কাটমানি
দাদারা অথবা দিদিমণি,
এসেছে সময় গতিময়
দাঁত ক্যালাতে ক্যালাতে তা ফেরৎ দিন
আসছে দিন, ডাকছে দিন”
কাটমানি নিয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর থেকেই রাজ্য জুড়ে টাকা ফেরতের দাবিতে বিভিন্ন জায়গায় তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও, ভাঙচুরের ঘটনা ঘটে চলেছে। গানের মাধ্যমে সেই অশনি সঙ্কেতের কথাও শুনিয়েছেন নচিকেতা। তিনি লিখছেন —
“মন্ত্রী অথবা আমলা, জনরোষ এবার সামলা
তুলবে চামড়া, তুলবে চামড়া
অসাধু দামরা, বাতাসে বাজছে রুদ্রবীণ
আসছে দিন, ডাকছে দিন।”
কে জানে ! মানুষের আবেগে নাড়া দিয়ে নচিকেতার এই গানই হয়তো আরও শক্তিশালী গণপ্রতিবাদ গড়ে তুলবে ! কারণ নচিকেতার কলম লিখছে —
“এতোদিন যাঁরা করেছে সেলাম,
ভয়তে থেকেছে বাধ্য গোলাম।
এখন তাঁদের মুখেতে প্রশ্ন, উত্তর আছে কি?
লালবাতিওয়ালা গাড়ি চড়ো, মানুষকে বোকা মনে করো
সেই মানুষ আজ বাঁশ হাতে, তোমার পেছনটা ঢাকা কি?
খেটে মরে হাঁস, আপনারা ডিম
খেয়ে যাচ্ছেন বহুদিন,
আসছে দিন…”