রায়গঞ্জ

ভেঙে পড়ল রায়গঞ্জ-কলকাতা যোগাযোগ ব্যবস্থা,ট্রেনের পর বাতিল NBSTC রকেট সার্ভিসও

রেল পথের পর সড়ক পথেও যোগাযোগ বিচ্ছিন্ন। ট্রেনের পর বাতিল রায়গঞ্জ কলকাতা সরকারি বাস সার্ভিস। শনিবার কলকাতা যাবে না NBSTC রকেট বাস। রবিবারও চলবে না রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস।

Bengal Live রায়গঞ্জঃ রাধিকাপুর- কলকাতা ট্রেনের পর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার রায়গঞ্জ-কলকাতা রকেট সার্ভিসও বাতিল করা হলো। ফলে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর সড়ক পথেও রায়গঞ্জের সাথে কলকাতার যোগাযোগ ছিন্ন। যাত্রী নিরাপত্তার স্বার্থে রায়গঞ্জ-কলকাতা রকেট সার্ভিস বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন আইএনটিটিইউসি নেতা কৌশিক দে৷ পরিস্থিতির উপর নজর রেখে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।

CAB ও NRC এর বিরুদ্ধে প্রতিবাদের জেরে উত্তাল পশ্চিমবঙ্গ। রাজ্যজুড়ে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। জায়গায় চলছে অবরোধ। জ্বালিয়ে দেওয়া হয়েছে একাধিক সরকারি বেসরকারি বাস। রেলের টিকিট বুকিং কাউন্টার সহ একাধিক ট্রেনেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে৷ এই পরিস্থিতিতে একের পর ট্রেন ও বাস বাতিল হয়ে যাওয়ার কারণে ব্যাপক সমস্যার মুখে সাধারণ বাসিন্দারা।

এদিকে শনিবার আপ ও ডাউন রাধিকাপুর-কলকাতা ট্রেন বাতিল করেছে রেল। সূত্রের খবর, রবিবার দিনও এই ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

Related News

Back to top button