নতুন বছরে নতুন সেতু উপহার পেলো ইটাহারের ছয়ঘড়া গ্রাম
নতুন বছরের শুরুতেই বহুদিনের দাবি পূর্ণ হলো প্রায় লক্ষাধিক মানুষের৷ ছয়ঘড়া এলাকায় শ্রীমতি নদীর উপর সেতু নির্মাণের কাজ শুরু হলো বৃহস্পতিবার৷
Bengal Live রায়গঞ্জঃ ইটাহারে শ্রীমতি নদীর উপর নতুন সেতুর শিলান্যাস করলেন বিধায়ক অমল আচার্য। বৃহস্পতিবার সকালে ইটাহারের ছয়ঘড়া এলাকায় এই সেতুর শিলান্যাস করেন বিধায়ক। এই সেতু নির্মাণের ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে খেসরাদিঘি ও শিমূলডাঙ্গির মধ্যে। এলাকার ৮ টি মৌজা সহ প্রায় ২০টি গ্রামের লক্ষাধিক বাসিন্দা সরাসরি উপকৃত হবেন এই সেতুর ফলে।
জানা গেছে, পশ্চিমবঙ্গ গ্রামোন্নয়ন দপ্তর বাংলার গ্রামীণ সড়ক যোজনার মাধ্যমে এই সেতুর জন্য বরাদ্দ করেছে প্রায় তিন কোটি ১২ লক্ষ টাকা। প্রায় ২০ টি গ্রামের লক্ষাধিক মানুষ সরাসরি উপকৃত হবেন এই সেতুর কাজ শেষ হলে। ছয়ঘড়া, গোপালনগর গ্রামের মানুষকে পঞ্চায়েত অফিস যেতে হয় নদী পেরিয়ে। আবার ওপারের বহু ছেলেমেয়ে পড়তে আসে এপারের ছয়ঘড়া হাইস্কুলে।
এর আগে বর্ষায় শ্রীমতি নদী পারাপারের একমাত্র ভরসা ছিল নৌকা। তিন বছর আগে একটা কালভার্ট নির্মাণ করে সাময়িক সমস্যা সমাধানের চেষ্টা করা হলেও বর্ষায় নদী ভরাট হয়ে কালভার্ট নিজেই ডুবে যেত। ফলে সাধারণের সমস্যা কমেনি। এবার সেই সমস্যা মেটানোর জন্যই এই নতুন সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়ছেন বিধায়ক অমল আচার্য। তিনি বলেন, ৩৪ নম্বর জাতীয় সড়কের সাথে যোগাযোগ স্থাপন হবে এই সেতুর ফলে। আগামী তিন মাসের মধ্যেই সেতুর কাজ শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।