রায়গঞ্জ

পর্যটনের নতুন ঠিকানা হচ্ছে কালিয়াগঞ্জের ধামজা বনাঞ্চল, থাকবে মিনি চিড়িয়াখানা

পর্যটনের নতুন ঠিকানা হচ্ছে কালিয়াগঞ্জের ধামজা বনাঞ্চল। ধামজা ট্যুরিজম হাবে থাকবে ৪ টি পিকনিক স্পট, ডিয়ার পার্ক যুক্ত মিনি চিড়িয়াখানা।

Bengal Live রায়গঞ্জঃ কালিয়াগঞ্জে ধামজা বনাঞ্চলে গড়ে তোলা হবে ট্যুরিজম হাব। ঘোষণা করলেন রাজ্যের বন মন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়। এদিন কালিয়াগঞ্জে দলীয় এক সভায় যোগ দেওয়ার পর বিভাগীয় আধিকারিকদের নিয়ে কালিয়াগঞ্জের ধামজা বনাঞ্চল পরিদর্শনে যান তিনি। সেখানে সেগুন, শিশু, আকাশমনি, আম, জাম গাছের সবুজে ঘেরা বনাঞ্চল দেখে বেজায় খুশী রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

কালিয়াগঞ্জের নব নির্বাচিত বিধায়ক তপন দেব সিংহের দাবি মেনে ধামজা বনাঞ্চলে ইকো ট্যুরিজম হাব গড়তে বিভাগীয় আধিকারিকদের পরিকল্পনা প্রস্তুতের নির্দেশ দেন তিনি। মন্ত্রীর এই ঘোষণায় খুশী কালিয়াগঞ্জের বাসিন্দারা।

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ধামজা ও দক্ষিণ ভবানিপুর মৌজায় মোট ১৪০ একর জমি নিয়ে রয়েছে সবুজে ঘেরা বনাঞ্চল। এই বনাঞ্চলের বুক চিরে গিয়েছে শ্রীমতী নদী। বনজ সম্পদে পরিপূর্ণ এই বনাঞ্চল দেখে নিজের খুশীর কথা গোপন না করে ফরেস্ট কেন্দ্রিক পর্যটন ব্যবস্থা গড়তে জেলাশাসকের মাধ্যমে রাজ্য পর্যটন দপ্তরকে এই প্রকল্পকে যুক্ত করার জন্য স্থানীয় বিধায়ককে পরামর্শ দেন বন মন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়।

তিনি জানান, ধামজা ট্যুরিজম হাবে থাকবে ৪ টি পিকনিক স্পট, ডিয়ার পার্ক যুক্ত মিনি চিড়িয়াখানা। এদিন কালিয়াগঞ্জের ধামজা বনাঞ্চল পরিদর্শনে বন মন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়ের সাথে ছিলেন রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি, বালুরঘাটের প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ।

Related News

Back to top button