রায়গঞ্জ

উত্তর দিনাজপুরে করোনা আক্রান্ত আরও ২৮

ভিনরাজ্য থেকে আগত আরও ২৮ জন শ্রমিকের দেহে মিলল করোনা ভাইরাস। আক্রান্তদের মধ্যে ২৫ জন করণদিঘি, দুইজন রায়গঞ্জ ও একজন ইটাহারের বাসিন্দা বলে জানা গেছে।

Bengal Live রায়গঞ্জঃ একলাফে উত্তর দিনাজপুর জেলার ২৮ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের সংক্রমণ। বুধবার মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এই রিপোর্ট আসার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য কর্তাদের মধ্যে। প্রশাসন সূত্রে জানা গেছে, ২৮ জন আক্রান্তের মধ্যে ২৫ জন করণদিঘির বাসিন্দা৷ বাকি তিনের মধ্যে দুইজন রায়গঞ্জ ও একজন ইটাহারের।

আক্রান্তদের মধ্যে সবাই ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতেন বলে প্রশাসন সূত্রে খবর৷ মহারাষ্ট্র, দিল্লিতেই মূলত আক্রান্তরা কর্মরত ছিলেন। জেলায় ফিরে আসার পর করণদিঘির ২৫ আক্রান্তের নমুনা সংগ্রহ হয়৷ এবং প্রত্যেকেই সরকারি কোয়ারান্টাইন সেন্টারে রাখা হয়েছিল বলে জানা গেছে। এদিকে রায়গঞ্জের দুই করোনা আক্রান্তের বাড়ি ভাটোল গ্রামের হালালপুর এলাকায়। এবং ইটাহারে আক্রান্ত ব্যক্তি কোয়ারান্টাইন সেন্টারেই ছিলেন বলে খবর।

Related News

Back to top button