বাকি চার দফা ভোটে অশান্তির আশঙ্কা নিশীথ প্রামাণিকের
প্রথম দফার ভোট থেকেই রাজ্য শুরু হয়েছে অশান্তি। ইতিমধ্যেই নির্বাচনকে কেন্দ্র করে ছয় জনের প্রাণ গিয়েছে। চতুর্থ দফার ভোটে শুধু একটি বিধানসভা কেন্দ্রেই প্রাণ গিয়েছে পাঁচজনের।
বিধায়ক নির্বাচিত হলে কী কী করবেন কানাইয়ালাল আগরওয়াল? ইস্তেহার প্রকাশ করে জানালেন তিনি
Bengal Live কালিয়াগঞ্জঃ রাত পোহালেই পঞ্চম দফার নির্বাচন। আর তার আগে কালিয়াগঞ্জে দলীয় প্রার্থীর সমর্থনে রোড শো করতে এসে অশান্তির আশঙ্কা প্রকাশ করলেন দিনহাটার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অশান্তি ছড়ানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন নিশীথ প্রামাণিক।
শুক্রবার কালিয়াগঞ্জ শহরের ধনকৈল মোড় থেকে সহস্রাধিক বিজেপি কর্মী সমর্থক ও প্রার্থী সৌমেন রায়কে নিয়ে রোড শো করেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। ধনকৈল মোড় থেকে শুরু হয়ে কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে গণেশ টকিজের সামনে এসে শেষ হয় মিছিল। র্যালি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা নিশীথ প্রামাণিক বলেন, যে চার দফায় ভোট হয়ে গিয়েছে তাতে আমরা নিশ্চিত হয়ে গিয়েছি এবার বাংলায় বিজেপি সরকার গড়বে। তৃণমূল কটা আসন পাবে তা নিয়েই তৃণমূল কংগ্রেস দুশ্চিন্তায় রয়েছে।
উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে নিশীথ প্রামাণিকের দাবি, যেভাবে বাংলাদেশী অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের প্রশিক্ষণ দিয়ে নির্বাচনে গন্ডগোল করার প্রয়াস নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাতে তাঁদের আশঙ্কা আগামী চার দফা ভোটে তৃণমূল কংগ্রেস তীব্র অশান্তি করবে। নিশীথ প্রামাণিকের আরও দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জনসভায় যেইভাবে প্ররোচনামূলক বক্তব্য পেশ করে চলেছেন তাতে এই আশঙ্কা করতেই হচ্ছে।