রায়গঞ্জ

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার শিক্ষাকর্মীর

এক শিক্ষাকর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে। কী কারণে আত্মঘাতী হলেন ওই শিক্ষাকর্মী তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ৷

 

Bengal Live রায়গঞ্জঃ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষাকর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য শহরে৷ শুক্রবার সন্ধ্যায় সেরিকালচার বিভাগের ল্যাবরেটরি থেকে শিক্ষাকর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে,আত্মঘাতী ওই শিক্ষাকর্মীর নাম সুধীর সরকার। তাঁর বাড়ি রায়গঞ্জের উকিল পাড়া এলাকায়। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা সুধীর বাবুর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। জানা গেছে, সেরিকালচার বিভাগের পরীক্ষাগারের সিলিংয়ে পাখার হুকে দড়ি লাগিয়ে ঝুলে ছিলেন সুধীর সরকার। শিক্ষাকর্মীর আত্মঘাতী হওয়ার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে কলেজপাড়া এলাকায়। কী কারণে সুধীর সরকার আত্মঘাতী হলেন তা জানতে তদন্ত শুরু হয়েছে৷

Related News

Back to top button