রায়গঞ্জ

সরকারি ছাড়পত্রের আগেই প্রায় স্বাভাবিক রায়গঞ্জ ও ইটাহার, দোকানে মানুষের ভিড়

তৃতীয় দফার লকডাউনে কোথায় কী ধরণের গতিবিধিতে ছাড় মিলবে তা এখনও ঘোষণা করেনি রাজ্য। কিন্তু তার আগেই যেন স্বাভাবিক ছন্দে গ্রিন জোনে থাকা উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, ইটাহার।

Bengal Live রায়গঞ্জঃ তৃতীয় দফার লকডাউনে কোথায় কী ধরণের গতিবিধিতে ছাড় মিলবে তা এখনও ঘোষণা করেনি রাজ্য। কিন্তু তার আগেই যেন স্বাভাবিক ছন্দে গ্রিন জোনে থাকা উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ও ইটাহার। সোমবার সকাল থেকে প্রচুর পরিমাণে মানুষকে পথে নামতে দেখা গিয়েছে। খুলেছে চায়ের দোকান,জামা কাপড়, হার্ডওয়্যার,মোটর গ্যারেজ সহ অন্যান্য বিপণি। ব্যাপক ভিড় দেখা গিয়েছে বিভিন্ন ব্যাঙ্কের সামনে। এদিকে শহরজুড়ে স্যানিটাইজ করার কাজ করে চলেছে রায়গঞ্জ পুরসভা।

প্রথম দুই দফার লকডাউনের শেষে এদিন থেকে শুরু হয়েছে তৃতীয় দফার লকডাউন। রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলাজুড়ে এখনও কোনও করোনা আক্রান্ত রোগীর খোঁজ না মেলায় রাজ্য ও কেন্দ্রের গ্রিনজোনের তালিকায় জায়গা পেয়েছে এই জেলা। গ্রিন জোনে একাধিক ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হলেও তা রূপায়নের দায়িত্ব রয়েছে রাজ্য সরকারের উপরেই। এদিন ছাড়ের বিষয়টি স্থির করতে প্রশাসনিক বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতি পর্যালোচনার পরেই ছাড়ের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রাজ্যের।

কিন্তু তার আগেই যেন স্বাভাবিক ছন্দে রায়গঞ্জ, ইটাহার, কালিয়াগঞ্জ, করণদিঘী, ইসলামপুর সহ গোটা জেলা। এদিন সকালে রায়গঞ্জ শহরে একাধিক দোকান খুলতে দেখা গিয়েছে। পথে নামতে দেখা গিয়েছে বিপুল সংখ্যক মানুষকে। চায়ের দোকান খুলেছে। খুলেছে জামা কাপড় সহ অন্যান্য দোকানপাট। ব্যাঙ্কগুলির সামনেও মানুষের ভিড় দেখা গিয়েছে। কোথাও কোনও সোশ্যাল ডিস্ট্যান্স বজায় রাখার বালাই নেই। তবে বেশিরভাগ মানুষকেই মাস্ক পড়ে রাস্তায় নামতে দেখা গিয়েছে এদিন৷ রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে রাস্তাঘাট, দোকানপাট স্যানিটাইজ করার কাজও জারি রাখা হয়েছে।

Related News

Back to top button