রায়গঞ্জ

উত্তর দিনাজপুরে ১৫০ ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা

উত্তর দিনাজপুর জেলায় ১৫০ ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা। এখনও সুস্থ হয়েছেন ২৮ জন৷ শীঘ্রই রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে টেস্ট শুরু হবে বলে জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক৷

Bengal Live রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলায় ১৫০ ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা। সরকারি বুলেটিন প্রকাশ পাওয়ার পর শনিবার এই তথ্য সামনে এসেছে৷ স্বাস্থ্য দপ্তরের করোনা (COVID-19) বুলেটিন থেকে জানা গেছে, এই মুহূর্তে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৫৪। এদিকে এখনও পর্যন্ত করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন। এই মুহূর্তে জেলায় করোনা এক্টিভ (COVID-19 POSITIVE) রয়েছে ১২৬ জনের শরীরে৷

জেলায় করোনাকে জয় করার তালিকায় রয়েছে চার বছরের এক শিশুও৷ শুক্রবার রায়গঞ্জ কোভিড হাসপাতাল থেকে ওই শিশুকে সুস্থ করে ছেড়ে দেওয়া হয়েছে৷ উত্তর দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH) রবীন্দ্রনাথ প্রধান জানিয়েছেন, করোনা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় লাগাতার কাজ করে চলেছেন স্বাস্থ্য কর্মী সহ অন্যান্যরা৷ আগামী দুই সপ্তাহের মধ্যে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালেও করোনা টেস্ট শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি৷

Related News

Back to top button