রায়গঞ্জ

প্রকাশ পেল কুলিকের পাখি গণনার ফলাফল, কমল পরিযায়ীদের সংখ্যা

পরিসংখ্যান বলছে বিগত কয়েকবছর থেকে ক্রমাগত বেড়েই চলছিল কুলিক পক্ষীনিবাসের পরিযায়ী পাখিদের সংখ্যা। তবে ২০১৯ সালের পাখি গণনার ফলাফল সামনে আসতেই জানা যায় বিগত বছরের তুলনায় চলতি বছরে পাখির সংখ্যা কমে গিয়েছে কুলিকে।

Bengal Live রায়গঞ্জঃ পরিযায়ীদের সংখ্যা কমল রায়গঞ্জ কুলিক পক্ষীনিবাসে। বিগত বছরের তুলনায় পাঁচ হাজার ৪৭৪টি পাখি কম এসেছে চলতি বছরে। ২০১৯ সালের কুলিক পক্ষীনিবাসে পাখি গণনার ফলাফল সামনে আসতেই এই তথ্য উঠে এসেছে। ২০১৮ সালে মোট পাখির সংখ্যা ছিল ৯৮৫৬২। এবার সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯৩০৮৮। পর্যাপ্ত খাবারের যোগান ও সুস্থ পরিবেশের কারণেই প্রতি বছর লাফিয়ে লাফিয়ে পাখির সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল কুলিক পক্ষীনিবাসে। তবে হঠাৎ করে কেন চলতি বছরে পাখির সংখ্যা কেন কমে গিয়েছে তা নিয়ে ধন্দে রয়েছে বন বিভাগ।

জুনের শেষ থেকে পরিযায়ীদের কোলাহল শুরু হয় রায়গঞ্জের কুলিক পক্ষীশালায়। কিন্তু এবছর মে মাসের শেষ থেকেই আনাগোনা শুরু হয় পরিযায়ী পাখিদের। ১.৩০ স্কোয়ার কিলোমিটার জুড়ে বিস্তৃত এই পক্ষীনিবাসে প্রতি বছর হাজার হাজার পরিযায়ী পাখির দেখা মেলে। মূলত শামুকখোল পাখির সংখ্যা বেশি থাকলেও পানকৌড়ি, নাইট হেরন সহ প্রায় ১৬৪টি প্রজাতির পাখির আবাসস্থল এই বনাঞ্চলে। প্রতি বছরই জুনের শেষ ও জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে এই পরিযায়ী পাখিদের আনাগোনা শুরু হয় কুলিকে।

বসতি স্থাপন করার পর শুরু হয় এদের দাম্পত্য জীবন। অগস্ট থেকে সেপ্টেম্বর হল এই পরিযায়ীদের প্রজননের সময়। মূলত এই সময়টাই এদের ভরা সংসার। প্রায় আড়াই ফুট লম্বা কালচে লাল লম্বা বাঁকানো ঠোটওয়ালা এই শামুকখোল পাখিদের দেখতে জেলা, রাজ্য, দেশের পাশাপাশি বিদেশি পর্যটকেদের আগমনও ঘটে ঠিক এই সময়ে। বন দফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের পাখির গণনার কাজে বনকর্মীদের পাশাপাশি বেশ কয়েকটি পরিবেশ ও পশুপখি প্রেমী স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা অংশগ্রহণ করেছিল।

একনজরে বিগত কয়েকবছরের পরিসংখ্যানঃ

২০১৪

শামুক খোলঃ ৪৬৮৪২
নাইট হেরণঃ ৬৩৮৭
ইগরেটঃ৭৪৮৭
কর্মোরেন্টঃ৭৬৭৭
মোট পাখির সংখ্যাঃ ৬৮৩৯৩

২০১৫

শামুক খোলঃ ৫৫৬৩৪
নাইট হেরণঃ ৯০৯৮
ইগরেটঃ ১০১২৪
কর্মোরেন্টঃ ৯৬৫৫
মোট পাখির সংখ্যাঃ ৮৪৫১১

২০১৬

শামুক খোলঃ ৬২৪৮৬
নাইট হেরণঃ ৯৭৪০
ইগরেটঃ ১০২৬২
কর্মোরেন্টঃ ৯৪৮২
মোট পাখির সংখ্যাঃ ৯১৯৭০

২০১৭

শামুক খোলঃ ৬৫৯৩৫
নাইট হেরণঃ ১০২৬২
ইগরেটঃ ১০৭৯১
কর্মোরেন্টঃ ৯৯৫৭
মোট পাখির সংখ্যাঃ ৯৬৯৪৫

২০১৮

শামুক খোলঃ ৬৭২৭০
নাইট হেরণঃ ৯৯৯০
ইগরেটঃ ১০৭৪৮
কর্মোরেন্টঃ ১০৫৫৪
মোট পাখির সংখ্যাঃ ৯৮৫৬২

২০১৯

শামুক খোলঃ ৬৫৮৬৪
নাইট হেরণঃ ৮১২৪
ইগরেটঃ ১১৯৭০
কর্মোরেন্টঃ ৭১৩০
মোট পাখির সংখ্যাঃ ৯৩০৮৮

Related News

Back to top button