রায়গঞ্জ

রায়গঞ্জের লোউজগ্রাম হত্যাকান্ডের মূল অভিযুক্ত গ্রেপ্তার, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র

দিন দুয়েক আগের ঘটনা। আড্ডা দিয়ে বাড়ি ফেরার পথে এক যুবককে গুলি করে খুনের চেষ্টা করে দুষ্কৃতীরা। জখমকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয়। এদিন গ্রেপ্তার হলো মূল অভিযুক্ত।

Bengal Live রায়গঞ্জঃ লোউজগ্রামের দিনমজুর খুনের ঘটনার কিনারা করল রায়গঞ্জ থানার পুলিশ। খুনের ঘটনার দুই দিনের মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্তকে জেরা করে মাটিতে লুকিয়ে রাখা তিনটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয় সোমবার। ঘটনাকে কেন্দ্র করে এদিন চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েতের লোউজগ্রামে।

প্রসঙ্গত, শনিবার বাড়ির পাশের একটি চায়ের দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন মসিবুল হক। সেখান থেকে ফেরার পথে কে বা কারা মসিবুলের উপর হামলা চালায়৷ রাস্তায় রক্তাক্ত অবস্থায় মসিবুলকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপরেই জখম যুবককে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তাঁরা। সেখানে এক বার অস্ত্রপচার হওয়ার পর জখমকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই রবিবার মৃত্যু হয় মসিবুলের।

সেই ঘটনার তদন্তে নেমে খুনের ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ এরশাদকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে এদিন লোউজগ্রামে পৌঁছায় ডিএসপি, আইসি সহ রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। মহম্মদ এরশাদই এদিন মাটিতে লুকিয়ে রাখা তিনটি আগ্নেয়াস্ত্র পুলিশের হাতে তুলে দেয়। সঠিক কী কারণে মসিবুলকে হত্যা করেছে এরশাদ সেই বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

Related News

Back to top button