রায়গঞ্জ

বিধায়ক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত নিলয়কে ১০ দিনের পুলিশ হেফাজত, জেরা করবে সিআইডি

হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত নিলয় সিংহকে ১০ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল রায়গঞ্জ আদালত।

Bengal Live রায়গঞ্জঃ হেমতাবাদের বিজেপি বিধায়কের অস্বাভাবিক মৃত্যু মামলায় মালদা থেকে গ্রেপ্তার এক অভিযুক্ত। ধৃত ব্যক্তির নাম নিলয় সিংহ। মঙ্গলবার দিনই নিলয় সিংহকে মালদা জেলা পুলিশ গ্রেপ্তার করে সিআইডির হাতে তুলে দিয়েছে। বুধবার নিলয় সিংহকে রায়গঞ্জ আদালতে পেশ করে সিআইডি৷ জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের হেফাজত চাইলেও দশদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত।

আরও পড়ুনঃ হেমতাবাদের প্রয়াত বিধায়ককে শেষ শ্রদ্ধা বিজেপির, শবদেহ নিয়ে মিছিল রায়গঞ্জে

বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পরেই তাঁর স্ত্রী রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এফআইআর-এ মালদা জেলার নিলয় সিংহ ও মামুদ আলির নামে অভিযোগ জানান প্রয়াত বিধায়কের স্ত্রী চাঁদিমা রায়। এরপরেই পুলিশ দুই অভিযুক্তের খোঁজে ব্যাপক তল্লাশি শুরু করে। নিলয় সিংহকে পুলিশ গ্রেপ্তার করতে পারলেও মামুদ আলির এখনও খোঁজ মেলেনি।

আরও পড়ুনঃ সামনে এল হেমতাবাদের বিজেপি বিধায়কের অস্বাভাবিক মৃত্যুর পোস্টমর্টেম রিপোর্ট

এদিন রায়গঞ্জ আদালতে ধৃত নিলয় সিংহকে পেশ করে সিআইডি। ভারতীয় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। রায়গঞ্জ আদালতের এপিপি পিন্টু ঘোষ জানিয়েছেন, পুলিশ ১৪ দিনের হেফাজত চেয়েছিল। আদালত সবকিছু বিবেচনা করে ১০ দিনের পুলিশ হেফাজত দিয়েছেন।

আরও পড়ুনঃ মাধ্যমিকে ষষ্ঠ রায়গঞ্জ

Related News

Back to top button