রায়গঞ্জ

বে-আইনি ভাবে মদ মজুত করার অভিযোগে রায়গঞ্জে গ্রেপ্তার এক

বে-আইনি ভাবে মদ ও মাদক মজুতের অভিযোগে রায়গঞ্জ ও শিলিগুড়িতে গ্রেপ্তার ৪

 

Bengal Live রায়গঞ্জঃ -বে আইনি ভাবে মাদক মজুত করার অভিযোগে রায়গঞ্জে গ্রেপ্তার এক। শুক্রবার গভীর রাতে রায়গঞ্জের ২২ নম্বর ওয়ার্ডের শ্মশান কলোনীতে হানা দিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। রায়গঞ্জ পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের বাড়ি থেকে লক্ষাধিক টাকার মদ উদ্ধার হয়েছে। বে আইনি ভাবে মদ মজুত করার অভিযোগেই মূলত গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যক্তিকে।

এদিকে, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ ব্রিজ হনুমান মন্দির এলাকা থেকে প্রায় ৫০০টি নেশার ট্যাবলেট ও কুড়ি বোতল কাফ সিরাপ সহ তপন পাল, অম্লান দত্ত এবং মহাদেব অধিকারী নামে তিনজনকে গ্রেপ্তার করেছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ মাদকের বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে।শুক্রবার রাতে ভক্তিনগর থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে ভক্তিনগর থানার মহানন্দা ব্রিজ হনুমান মন্দির এলাকায় তিন ব্যক্তি নেশার ওষুধ এবং কাফ সিরাপ বিক্রির উদ্দেশ্যে অপেক্ষারত। ওই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় ভক্তিনগর থানার পুলিশ। ৩ অভিযুক্তকে নেশার ট্যাবলেট এবং কফ সিরাপ সহ গ্রেপ্তার করে।

Related News

Back to top button