রায়গঞ্জ

ক্ষতিপূরণের দাবিতে রায়গঞ্জে কৃষক আন্দোলন

বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে কৃষিকাজে। ক্ষতিপূরণের দাবিতে রায়গঞ্জে আন্দোলনে নামলেন জেলার কৃষকরা।

পাচারের আগেই উদ্ধার হাতির দাঁত, গ্রেপ্তার এক মহিলা

Bengal Live রায়গঞ্জঃ কৃষি দপ্তরের সামনে জমা জলে ধান গাছ রোপন করে বিক্ষোভ আন্দোলনে কৃষকরা। সারা ভারত কৃষক সমাজের নেতৃত্বে সোমবার মিছিল করে কর্ণজোড়া কৃষি দপ্তরের সামনে বিক্ষোভ দেখান কৃষকরা। লাগাতার বৃষ্টিতে কয়েক হাজার হেক্টর জমি জলের তলায়। ধান চাষে ব্যাপক ক্ষতি কৃষকদের। তাই ক্ষতিপূরণের দাবি জানিয়ে এদিন আন্দোলনে নামেন কৃষকরা। এদিনের আন্দোলনের নেতৃত্বে ছিলেন উত্তর দিনাজপুর জেলা বামফ্রন্টের আহ্বায়ক অপূর্ব পাল।

গেরুয়া শিবিরে ভাঙন, হাথরসের ক্ষোভে উত্তর দিনাজপুরে দল ছাড়লেন বিজেপি নেতা

একটানা কয়েকদিনের বৃষ্টিতে মহানন্দা, কুলিক, নাগর, সুধানি ও সুই নদীর জলে প্লাবিত হয়ে গিয়েছে উত্তর দিনাজপুর জেলার বিস্তীর্ণ এলাকা। কয়েক হাজার হেক্টর জমির ধান জলের তলায় পচে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে। জেলাজুড়ে প্রায় ৫০ কোটি টাকার ধান নষ্ট হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের৷ উত্তর দিনাজপুর জেলা বামফ্রন্টের আহ্বায়ক অপূর্ব পাল অভিযোগ জানিয়ে বলেন, মাস্তানি করে গ্রামের পঞ্চায়েতগুলো দখল করেছে তৃণমূল কংগ্রেস। সেই দলের নির্বাচিত প্রতিনিধিরা কৃষকদের স্বার্থে কোনও কাজ করছেন না। বিডিও বা কৃষি দপ্তরের আধিকারিকেরা ফসলের ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে কৃষকদের যেন ক্ষতিপূরণ দেওয়ার বন্দোবস্ত করেন, এদিন সেই দাবি জানিয়ে কর্ণজোড়া জেলা কৃষি দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় সিপিএমের কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে। ক্ষতিগ্রস্ত কৃষকরা তাঁদের জমির নষ্ট হয়ে যাওয়া ধানের গাছ নিয়ে এসে কৃষি দপ্তরের সামনে জমা জলে তা পুঁতে বিক্ষোভ দেখিয়েছেন।

অ্যাডভেঞ্চার ও পর্বতারোহণের সহজ পাঠ,লিখেছেন বিশাল বিশ্বাস

Related News

Back to top button