রায়গঞ্জ

পুলিশের প্রচার সত্ত্বেও ইটাহারে লকডাউন ভেঙে রাস্তায় বেপরোয়া মানুষের চলাচল

লকডাউনের মধ্যেই ইটাহারের রাস্তায় মানুষের চলাচল। বারবার প্রচার সত্ত্বেও কিছু মানুষ বেপরোয়া। তাদের বুঝিয়েও লাভ হচ্ছে না। গ্রামে গ্রামে লকডাউন ভাঙার অভিযোগ।

Bengal Live ইটাহারঃ নামেই লকডাউন। ইটাহারে অবাধে চলছে টোটো, ছোট গাড়ি, ভুটভুটি থেকে শুরু করে সাইকেল পর্যন্ত। অনেক পুরুষ-মহিলা সঙ্গে শিশুদের নিয়েও হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে। তারা কোথায় যাচ্ছেন, কীজন্য যাচ্ছেন তা স্পষ্ট নয়। পুলিশের গাড়ি রাস্তায় ঠল দিচ্ছে বটে। কিন্তু এখনও কড়া পদক্ষেপ নিতে দেখা যায়নি পুলিশকে। মানুষকে বুঝিয়ে অনুরোধ করেই লকডাউন মানানোর চেষ্টা করছে পুলিশ।

শুধু সদর ইটাহার নয়। গ্রামগঞ্জ থেকেও খবর আসছে লকডাউন ভাঙার। বিভিন্ন জায়গায় চায়ের দোকান খোলা। সেই দোকানে আবার চাপ্রেমীদের আড্ডা। সবই চলছে। সকালের দিকে সদর ইটাহার থেকে দুর্গাপুর পর্যন্ত পুলিশ টহল দিয়ে লকডাউনের আওতায় থাকা প্রচুর দোকান বন্ধ করিয়েছে। লাগাতার মাইকে প্রচারও চলছে। কিন্তু তাতেও হুঁশ নেই একাংশ সাধারণ মানুষের।
ইটাহারের রাস্তায় বেশ কিছু স্কুল পড়ুয়াকেও ঘোরাফেরা করতে দেখা গেল পিঠে বইখাতার ব্যাগ নিয়ে। টোটো, ভুটভুটি ও বিভিন্ন ছোট গাড়িতে চলছে যাত্রী পরিবহনের কাজও। এরই মাঝে চোখে পড়ল জাতীয় সড়কে যাত্রীবোঝাই একটি সরকারি বাসও।

কিছু মানুষের এই বেপরোয়া মনোভাব দেখে অনেকেই আশঙ্কা করছেন, বড় বিপর্যয় ডেকে আনবে এই সবজান্তা অবুঝ মানুষরাই। অনেকেই দাবি তুলছেন, পুলিশ লকডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া আইনগত ব্যবস্থা নিক। কেউ আবার বলছেন, লাঠিপেটা না করলে এইসব বেপরোয়া মানুষকে লকডাউনের অর্থ বোঝানো যাবে না।

Related News

Back to top button