করোনা মুক্ত রায়গঞ্জ থানার দুই অফিসার সহ ৭, জেলায় সংক্রমিত আরও ৩৪
রায়গঞ্জ থানার দুই আধিকারিক সহ সাতজন করোনায় আক্রান্ত হয়েছিলেন। আজ তাঁরা সুস্থ হয়ে কাজে যোগ দিলেন।
Bengal Live রায়গঞ্জঃ করোনা মুক্ত রায়গঞ্জ থানার দুই পুলিশ অফিসার সহ সাতজন। শুক্রবার করোনা জয় করে ফের কাজে যোগ দিলেন রায়গঞ্জ থানার পুলিশ কর্মীরা। এদিন করোনা জয়ী ওই সাতজনকে সম্বর্ধনা দেওয়া হয় রায়গঞ্জ থানার পক্ষ থেকে। আইসি সুরজ থাপা মিষ্টি, ফুলের স্তবক তুলে দেন সামনের সারির যোদ্ধাদের হাতে। আইসি সুরজ থাপা বলেন, করোনা আবহে একদম সামনের সারিতে দাঁড়িয়ে কাজ করার সময় দুই অফিসার সহ সাত পুলিশ কর্মী করোনা সংক্রমিত হয়ে পড়েন। আজ তাঁরা পুরোপুরি সুস্থ হয়ে ফের কাজে যোগ দিলেন।
এদিকে গত ২৪ ঘন্টায় উত্তর দিনাজপুর জেলার আরও ৩৪ জনের দেহে মিলেছে করোনা সংক্রমণ৷ রাজ্য স্বাস্থ্য দপ্তরের করোনা বুলেটিন অনুযায়ী জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩১৫। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৫ জন করোনা মুক্ত হয়েছেন। করোনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২০১ জন।