রায়গঞ্জ

কাটমানি ফেরত চেয়ে পোস্টার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে

পোস্টারে লেখা রয়েছে ” লুট করে খাওয়া কাটমানির টাকা অনতিলম্বে অশোক দাস ও তাপস মহন্তকে ফেরত দিতে হবে”। আবার কোনও পোস্টারে লেখা রয়েছে “কাটামানি ও তোলাবাজিতে অভিযুক্ত তাপস মহন্ত ও অশোক দাসের বিরুদ্ধে এফ আই আর করতে হবে”।

Bengal Live রায়গঞ্জঃ দুই অধ্যাপক সহ এক আধিকারিকের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে পোস্টার পড়ল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বর জুড়ে। যদিও কে বা কারা এই পোস্টার রাতের অন্ধকারে লাগিয়েছে তা নিয়ে কিছু জানা যায়নি। পোস্টারেও কোনও নাম ঠিকানা মেলেনি বলে জানা গেছে। বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চান নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জানা গেছে, এদিন সকালে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে, গেটে এবং বিভিন্ন ডিপার্টমেন্টের সামনে কাটমানি নিয়ে একাধিক পো স্টার দেখা যায়।

পোস্টারে লেখা রয়েছে ” লুট করে খাওয়া কাটমানির টাকা অনতিলম্বে অশোক দাস ও তাপস মহন্তকে ফেরত দিতে হবে”। আবার কোনও পোস্টারে লেখা রয়েছে “কাটামানি ও তোলাবাজিতে অভিযুক্ত তাপস মহন্ত ও অশোক দাসের বিরুদ্ধে এফ আই আর করতে হবে”।

এই ধরনের পোস্টারে ছেয়ে যায় গোটা বিশ্ববিদ্যালয় চত্বর। কিন্তু কে বা কারা এই পোস্টার মারল তা জানা নেই কারোর। পোস্টারের নীচে কোনও সংগঠনের নাম নেই, ফলে এই পোস্টারের পেছনে কাদের হাত রয়েছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যাঁদের বিরুদ্ধে এই পোস্টার পড়েছে তাদের মধ্যে অন্যতম অধ্যাপক অশোক দাসকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি এই নিয়ে কোনও মন্তব্য করতে চান নি।

অশোক বাবু বলেন, শনিবার বিশ্ববিদ্যালয়ের অ্যাডভাইসরি কমিটির বৈঠকে ছিল। সেখানে রেজিস্ট্রার অথবা উপাচার্য ছাড়া আর কেউ কোনও বিষয় নিয়ে মন্তব্য করতে পারবে না বলে সিদ্ধান্ত হয়েছে৷ তাই এই বিষয় নিয়েও কোনও মন্তব্য করতে পারছি না।

বিষয়টিকে নিয়ে কোনও মন্তব্য করতে চাননি স্বপন কুমার পাইনও। তিনি বলেন, “আমার চোখে এমন কোনও কিছু আসেনি। আমি এইসব নিয়ে কিছু জানিনা। আমার কোনও প্রতিক্রিয়াও নেই।”

এব্যাপারে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকারের সাথে কথা বলতে চাইলে তিনি দেখা করতে চাননি।

Related News

Back to top button