রায়গঞ্জ

মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো মাসিক বেতন চালুর দাবিতে ইটাহারে আন্দোলন প্রাণীবন্ধুদের

বাঁকুড়া জেলার খাতরা সভা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, প্রাণীবন্ধুদের ইনসেন্টিভের পরিবর্তে মাসিক বেতন প্রক্রিয়া চালু করা হবে। প্রাণীবন্ধুদের অভিযোগ, মুখ্যমন্ত্রী বাঁকুড়ার সভায় বললেন একরকম, আর নবান্নে এসে ঘোষণা করলেন অন্যরকম। তারই প্রতিবাদে আন্দোলন।

 

 

Bengal Live ইটাহারঃ মুখ্যমন্ত্রীর মৌখিক ঘোষণা অনুযায়ী ইনসেন্টিভের পরিবর্তে মাসিক বেতন পদ্ধতি চালু করার দাবিতে মঙ্গলবার ইটাহার ব্লক প্রাণী সম্পদ বিকাশ আধিকারিকের কাছে ডেপুটেশন দিলেন প্রাণীবন্ধুরা। এদিন সারা ভারত প্রাণীসেবী, প্রাণীবন্ধু, প্রাণীমিত্রা, এ আই ওয়ার্কার ইউনিয়নের ইটাহার ব্লক কমিটির পক্ষ থেকে এই মর্মে একটি স্মারকলিপি প্রদান করা হয় ব্লক প্রাণী সম্পদ বিকাশ আধিকারিকের কাছে।

প্রাণীবন্ধু সংগঠনের ইটাহার ব্লক কমিটির সম্পাদক ওয়াসিম আলি বলেন, “কিছুদিন আগে বাঁকুড়ার খাতরায় একটি সভা থেকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মৌখিক ভাবে ঘোষণা করেছিলেন, আমাদেরকে ইনসেনটিভের পরিবর্তে মাসিক বেতন দেওয়া হবে। এতে আমরা খুশি হয়েছিলাম। কিন্তু এরপর গত ২১শে ডিসেম্বর নবান্ন থেকে তিনি ঘোষণা করেন, আমদের ইনসেনটিভ ১৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০০ টাকা করা হল। এর ফলে রাজ্য জুড়ে এই কাজে যুক্ত ১৪ হাজারেরও বেশি কর্মী হতাশাগ্রস্ত হয়ে পড়েছি। আমরা চাই, আমাদের চাকরি স্থায়ীকরণ করে ইনসেন্টিভের পরিবর্তে সরকারি ভাবে মাসিক বেতন পদ্ধতি চালু করা হোক।”

এদিন সংগঠনের ইটাহার ব্লক কমিটির সদস্যরা মিছিল করে সদর ইটাহার পরিক্রমা করার পর হাজির হন ইটাহার বিএলডিও অফিসে। এদিনের মিছিল ও ডেপুটেশন কর্মসূচিতে নেতৃত্ব দেন, সংগঠনের উত্তর দিনাজপুর জেলা সভাপতি আবুল কালাম, ইটাহার ব্লক সভাপতি তানজিলা খাতুন, ব্লক সম্পাদক ওয়াসিম আলি, এনামুল হক প্রমুখ।

Related News

Back to top button