রায়গঞ্জ
আন্দামানের জারোয়া জনজাতিদের জীবনযাত্রা তুলে ধরছে রায়গঞ্জের অরবিন্দ স্পোর্টং
আন্দামানের জারোয়া জনজাতিদের জীবনযাত্রা তুলে ধরছে রায়গঞ্জের অরবিন্দ স্পোর্টং
Bengal Live রায়গঞ্জঃ ৬৪ তম বছরর আন্দামানের জারোয়া জনজাতিদের জীবনযাত্রা তুলে ধরছে রায়গঞ্জের অরবিন্দ স্পোর্টং ক্লাব। নানান রকমের ফল, পাতা দিয়ে তৈরি করা হচ্ছে ‘এখনও আঁধারে’ থিমের উপর মন্ডপ। জেলার খ্যাতনামা মৃৎশিল্পী ভানু পাল তৈরি করছেন প্রতিমা। এছাড়াও জারোয়াদের বিভিন্ন মডেল প্রস্তুত করছে কলকাতা কুমোরটুলির শিল্পীরা। সভ্যতা থেকে এখনও কতটা পিছিয়ে এই জনজাতির মানুষেরা, সেটাই তুলে ধরা হচ্ছে মন্ডপ জুড়ে বলে পূজা উদ্যোক্তারা জানিয়েছেন।