রায়গঞ্জ

উত্তর-পূর্ব ভারতের সেরা ফার্নিচার প্রস্তুতকারকের পুরষ্কার পেলেন রায়গঞ্জের জগত সাহা

উত্তর-পূর্ব ভারতের মধ্যে সেরা আসবাবপত্র প্রস্তুতকারক সংস্থা হিসেবে সম্মান পেল রায়গঞ্জের পুষ্পা ফার্নিচার। সংস্থার কর্ণধার পুরষ্কার নিলেন বলিউড অভিনেতা অনুপম খেরের হাত থেকে।

 

Bengal Live রায়গঞ্জঃ উত্তর-পূর্ব ভারতের মধ্যে সেরা আসবাবপত্র প্রস্তুতকারক কোম্পানি হিসেবে বিবেচিত হল রায়গঞ্জের পুষ্পা ফার্নিচার। Times Leading Manufacturer & Traders of Furniture অ্যাওয়ার্ড পেলেন পুষ্পা ফার্নিচারের কর্ণধার জগত সাহা। শুক্রবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় কোম্পানির প্রতিষ্ঠাতার হাতে৷ এর আগেও একাধিক অ্যাওয়ার্ড পেয়েছে পুষ্পা ফার্নিচার। যেমন, Icon of North Bengal 2020, বাংলার সেরা আসবাব প্রস্তুতকারক।

২০১১ সালে যাত্রা শুরু করেছিল পুষ্পা ফার্নিচার। আর পাঁচটা আসবাবপত্র প্রস্তুতকারক কোম্পানির মতো আত্মপ্রকাশ করলেও সময় যতই গড়িয়েছে ক্রমশ নতুন ও আধুনিক ডিজাইন প্রস্তুত করে আমজনতার মন কেড়েছে পুষ্পা ফার্নিচার। রাজ্যের মধ্যে পিছিয়ে পড়া জেলাগুলির মধ্যে অন্যতম উত্তর দিনাজপুর থেকেও যে এত বিশাল কর্মকাণ্ড করা সম্ভব তা প্রমাণ করেছেন রায়গঞ্জের ব্যবসায়ী জগত সাহা।

জগত সাহা জানিয়েছেন, উত্তর-পূর্ব ভারতের মধ্যে সেরা আসবাবপত্র প্রস্তুতকারকের সম্মান মিলেছে শুক্রবার৷ বিখ্যাত অভিনেতা অনুপম খেরের হাত থেকে এই সম্মান তিনি গ্রহণ করেছেন। পুরষ্কার পেয়ে জগত সাহা বকলেন, “এই সম্মান মিলেছে একমাত্র পুষ্পা ফার্নিচারের সকল কর্মী ও গ্রাহকদের জন্য। আমাদের উপর গ্রাহকদের এই বিশ্বাসের জন্যই এই বিরল সম্মান। ভবিষ্যতেও আমরা এই মর্যাদা ধরে রাখব।”

Related News

Back to top button