রায়গঞ্জ

কালী পূজায় কেদারনাথের মন্দির বানাবে রায়গঞ্জের অনামী বয়েজ সুকান্ত ক্লাব

রায়গঞ্জ শহরের ঐতিহ্যবাহী অনামী বয়েজ সুকান্ত ক্লাবের “৬৪তম” কালীপুজোর শুভারম্ভ করা হলো খুঁটি পুজোর মাধ্যমে।

Bengal Live রায়গঞ্জঃ খুঁটি পূজা সম্পন্ন হলো রায়গঞ্জের অনামী বয়েজ সুকান্ত ক্লাবের৷ ৬৪ তম বর্ষে এবছর কেদারনাথ ধামের আদলে তৈরি হতে চলেছে মন্ডপ। করোনা আবহে বাজেটে কাটছাট করার পাশাপাশি স্বল্প বাজেটে আকর্ষণীয় পূজার আয়োজন করা হচ্ছে বলে জানানো হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে।

কাউন্সিলার দম্পতির কালীপুজো রায়গঞ্জের রামকৃষ্ণ সংঘে, প্রস্তুতি তুঙ্গে

রায়গঞ্জ শহরের ঐতিহ্যবাহী অনামী বয়েজ সুকান্ত ক্লাবের “৬৪তম” কালীপুজোর শুভারম্ভ করা হলো খুঁটি পুজোর মাধ্যমে। মঙ্গলবার পূজা প্রাঙ্গনে খুঁটি পূজার আয়োজন করেন উদ্যোক্তারা। অনামী বয়েজ সুকান্ত ক্লাবের সম্পাদক নব্যেন্দু ঘোষ জানান, করোনা আবহে সমস্ত রকম সতর্কতা মেনেই পূজার আয়োজন করা হচ্ছে। মাস্ক, স্যানিটাইজার ইত্যাদির ব্যবস্থা রাখা হচ্ছে। পাশাপাশি দুঃস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ করার উদ্যোগও নেওয়া হয়েছে অনামী বয়েজ সুকান্ত ক্লাবের পক্ষ থেকে।

Related News

Back to top button