রায়গঞ্জ

জলে থৈ থৈ রায়গঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র

জলে থৈ থৈ রায়গঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র

Bengal Live রায়গঞ্জঃ একটানা বৃষ্টির জেরে জলমগ্ন রায়গঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। জলে ভাসছে জীবনদায়ী ওষুধ। শিকেয় উঠেছে পরিষেবা। চরম সমস্যার মধ্যে স্বাস্থ্য কর্মী ও রোগীরা। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ রায়গঞ্জ ব্লকের মহারাজা এলাকায়।

সোমবার নিকাশি ব্যবস্থার বেহাল দশার এই চিত্র ধরা পড়ল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের মহারাজা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। স্বাস্থ্যকর্মীদের দাবী, একটানা বৃষ্টির জেরে জলে থৈ থৈ অবস্থা স্বাস্থ্য কেন্দ্রের। শৌচাগার থেকে শুরু করে ওয়ার্ড প্রত্যেকটি জায়গাতেই জমে রয়েছে জল। ফলে পরিষেবা দিতে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে স্বাস্থ্য কর্মীদের।

এদিকে সমস্যার মধ্যে পড়েছেন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রোগীরাও। নোংরা জল জমে থাকায় বেড থেকে নামতে পারছেন না তাঁরা। শৌচাগার সহ রাস্তার নোংরা জল এক হয়ে থাকায় সংক্রমনের শঙ্কায় ভুগছেন তাঁরা।

এদিকে একটানা বৃষ্টির জেরে রায়গঞ্জ পুর এলাকার একাংশ জলমগ্ন। ৩, ৪, ৫, ৬, ৭, ১০, ১২ ১৪ এবং ২৩ নম্বর ওয়ার্ডের বেশ কিছু রাস্তাঘাট জলে ডুবে রয়েছে। বেশ কয়েকটি বাড়িতেও জল প্রবেশ করেছে বলে জানা গেছে।

Related News

Back to top button