রায়গঞ্জ

শিশু দিবসে শহরের শিশু শ্রমিকদের হাতে বইখাতা দিল মার্চেন্ট অ্যাসোসিয়েশন

শিশু শ্রম বন্ধ হোক। চাইছে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে শিশু শ্রমিকদের হাতে দেওয়া হল বই। শুধু বই দিয়ে মূল উদ্দেশ্য সফল হবে কি ?

Bengal Live রায়গঞ্জঃ শহরের শিশু শ্রমিকদের হাতে বই খাতা তুলে দিল রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন। শিশু দিবসে শহরকে শিশু শ্রম মুক্ত করার লক্ষ্যে এই উদ্যোগ বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা।

আজ, বৃহস্পতিবার, শিশু দিবস৷ শহরকে শিশু শ্রমিক মুক্ত করতে এদিন মোহনবাটি বাজার এলাকায় শিশু শ্রমিকদের খুঁজে বের করেন ব্যবসায়ী সংগঠনের সদস্যরা। শিশুদের হাতে বই-খাতা তুলে দেন ব্যবসায়ী সংগঠনের সদস্যরা৷

সদস্যদের দাবি, দারিদ্র‍্য অথবা অন্য কোনও কারণে পড়াশুনো বন্ধ করে ছোট ছোট শিশুরা কাজের খোঁজে ঘুরে বেড়াচ্ছে শহরে৷ শ্রম দিয়ে টাকা উপার্জন করছে। কিন্তু এই বয়স পড়াশুনা করার৷ তাই শিশু শ্রমের সাথে যারা যুক্ত রয়েছে তাদের হাতে বই খাতা তুলে দিয়ে শিশু শ্রমিক মুক্ত শহর গড়ে তোলার অঙ্গিকার নেওয়া হয়েছে৷

Related News

Back to top button