রায়গঞ্জ

লকডাউনের নামে প্রহসন সহ্য করব না, হুঁশিয়ারি রায়গঞ্জের ব্যবসায়ীদের

লকডাউনের নামে প্রহসন সহ্য করব না। এমন বার্তা দিয়ে রায়গঞ্জে পথ অবরোধ ব্যবসায়ীদের। বিক্ষিপ্ত নয়, পূর্ণ লকডাউনকে সমর্থন ব্যবসায়ীদের৷

Bengal Live রায়গঞ্জঃ লকডাউনের নামে প্রহসন সহ্য করব না৷ শুক্রবার এমন হুঁশিয়ারি দিয়েই রায়গঞ্জে পথ অবরোধে সামিল হলেন ব্যবসায়ীরা৷ রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ীর নেতৃত্বে এদিন রায়গঞ্জের বিবিডি মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান শহরের ব্যবসায়ীরা৷ তাঁদের প্রশ্ন, সমস্ত রকম গণপরিবহন সচল। রাস্তায় ব্যাপক ভিড় মানুষের৷ টোটো, অটো, রিক্সা, বাস সবই চলছে। এমন পরিস্থিতিতে শুধু ব্যবসা বন্ধ রেখে কী করে করোনা সংক্রমণ ঠেকানো সম্ভব? লকডাউনের নামে প্রহসন চলছে বলেও অভিযোগ করেন আন্দোলনকারী ব্যবসায়ীরা৷

রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ীর অভিযোগ, শহরের ব্যবসায়ীরা লকডাউনে সামিল হয়ে দোকানপাট বন্ধ রেখেছে। তারপর দেখা যাচ্ছে শহরে সমস্ত রকমের গণপরিবহন সচল রয়েছে। ফলে শুধু ব্যবসা বন্ধ রেখে করোনা শৃঙ্খল ভাঙা সম্ভব নয়। তাই প্রশাসনকে জানান দিতে আমরা পথে নেমেছি। লকডাউন যদি করতেই হয় পূর্ণ লকডাউন করুক প্রশাসন। এই রকম বিক্ষিপ্ত ভাবে লকডাউন করে প্রহসন করলে ব্যবসায়ীরা সহ্য করবে না বলে হুঁশিয়ারি দেন অতনু বন্ধু লাহিড়ী৷

Related News

Back to top button