রায়গঞ্জ

জেলার কৃতীদের সম্বর্ধনা দিলেন রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত

শিক্ষা ক্ষেত্রে জেলার মুখ উজ্জ্বল করেছেন রায়গঞ্জের কয়েকজন কৃতী পড়ুয়া। বুধবার তাঁদের সকলকে মহাত্মা গান্ধী ভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত।

Bengal Live রায়গঞ্জঃ ব্যক্তিগত উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা ও উপহার সামগ্রী দিলেন রায়গঞ্জের বিধায়ক তথা জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। বুধবার বিকেলে রায়গঞ্জ শহরের পূর্ব নেতাজীপল্লীতে কংগ্রেসের জেলা কার্যালয়ে মহাত্মা গান্ধী ভবনে ছোট্ট এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে জেলার কৃতীদের সম্বর্ধনা জ্ঞাপন করেন কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত। করোনা আবহের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দ।

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় এবছর রাজ্যের মধ্যে মেধাতালিয়ায় স্থান করার পাশাপাশি রাজ্যে শীর্ষ স্থানও দখল করে রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার মান বৃদ্ধি করেছেন বেশ কয়েকজন কৃতী ছাত্রছাত্রী। শিক্ষার ক্ষেত্রে জেলার গৌরব বৃদ্ধি করেছে এইসব কৃতী ছাত্রছাত্রীরা। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ জীবন কামনা করে এবং আগামীতে আরও ভাল রেজাল্ট করার জন্য উৎসাহিত করতে তাদের সম্বর্ধনা জ্ঞাপন করলেন রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত।

Related News

Back to top button