রায়গঞ্জ

শরনার্থীদের রান্না করা খাবার তুলে দিল রায়গঞ্জ পুরসভা

শুকনো খাবার, পলিথিন,পানীয় জলের বন্দোবস্ত করার পর এবার শরনার্থীদের জন্য রান্না করা খাবারের আয়োজন রায়গঞ্জ পুরসভার।

Bengal Live রায়গঞ্জঃ বৃষ্টি ও কুলিকের জলে প্লাবিত রায়গঞ্জ পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডের বাসিন্দাদের হাতে রান্না করা খাবার তুলে দিল রায়গঞ্জ পুরসভা। সোমবার পুরসভার একাধিক ত্রান শিবির, রেল লাইন ও কুলিকের বাঁধে আশ্রয় নেওয়া দুর্গত মানুষদের হাতে রান্না করা খাবার তুলে দেওয়া হয় রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে। রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাস সহ অন্যান্য কাউন্সিলররা উপস্থিত ছিলেন কর্মসূচিতে।

জানা গেছে, বিগত কয়েকদিনের বৃষ্টি ও কুলিক নদীর জলে প্লাবিত হতে শুরু করে রায়গঞ্জ পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড। নদী সংলগ্ন ওই ওয়ার্ডের মানুষেরা রাতারাতি ঘর ছেড়ে আশ্রয় নেন কুলিক বাঁধ, রেল লাইনে। পুরসভার পক্ষ থেকে দুর্গত মানুষদের জন্য খোলা হয় বেশ কয়েকটি ত্রান শিবির। রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাস বলেন, ইতিমধ্যেই পানীয় জল, পলিথিন, শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে বন্যা কবলিত মানুষদের জন্য। এদিন থেকে রান্না করা খাবারের আয়োজন করা হল। আগামী যেই কয়েকদিন এই ত্রান শিবির গুলিতে মানুষ থাকবেন, নিয়ম করে রোজই তাঁদের হাতে আমরা খাবার তুলে দেবো।

Related News

Back to top button