রায়গঞ্জের তৃণমূল কর্মী খুনে অভিযুক্তকে উত্তর প্রদেশ থেকে ধরে আনলো পুলিশ
রায়গঞ্জের তৃণমূল কর্মী খুনের ঘটনায় উত্তর প্রদেশ থেকে গ্রেপ্তার এক। বুধবার ধৃতকে তোলা হবে আদালতে।
Bengal Live রায়গঞ্জঃ রায়গঞ্জে তৃণমূল কর্মী খুনের ঘটনায় অন্যতম অভিযুক্তকে উত্তর প্রদেশ থেকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার ধৃত শাহেনশা আলিকে নিয়ে রায়গঞ্জে ফিরলেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা৷ পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত শাহেনশা আলি সেনাবাহিনীতে কর্মরত। উত্তর প্রদেশের তালবেহাট সেনা ছাউনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৭ জানুয়ারি সকালে রায়গঞ্জ থানার লক্ষণীয়া এলাকায় রাস্তার ধার থেকে তৃণমূল কর্মী মহম্মদ আলির মৃতদেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারের পরেই পুলিশ কুকুর নামিয়ে তদন্ত শুরু করে পুলিশ। এরপর খুনের ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে সিকন্দর আলি নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ৷ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে শাহেনশার কথা জানতে পারেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গেছে, মোবাইল টাওয়ার লোকেশন দেখে তদন্তকারীরা প্রথমে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। এরপর সেখান থেকে রাজস্থান ঘুরে উত্তর প্রদেশের সেনা ছাউনি থেকে গ্রেপ্তার করা হয় শাহেনশা আলিকে। ধৃতকে বুধবার রায়গঞ্জ আদালতে পেশ করা হবে বলে জানা গেছে।