জীবনটা আপনার, হেলমেট পড়িয়ে বাইক চালকদের বোঝালো রায়গঞ্জ পুলিশ
এদিন রায়গঞ্জ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে হেলমেট বিহীন বাইক চালকদের হেলমেট পড়িয়ে সচেতন করা হয় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে৷
Bengal Live রায়গঞ্জঃ “সড়ক সুরক্ষা জীবন সুরক্ষা” এই স্লোগানকে সামনে রেখে রায়গঞ্জ পুলিশ জেলার পক্ষ থেকে র্যালির মাধ্যমে ৩২ তম রোড সেফটি মাসের সমাপ্তি অনুষ্ঠান আয়োজিত হল উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জ শহরে। “সেফ ড্রাইভ সেভ লাইফ” প্রকল্পের অঙ্গ হিসেবে সারা বছর ধরে নানান সচেতনতামূলক প্রচার ও অনুষ্ঠানের পাশাপাশি বুধবার রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে বর্ণাঢ্য এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার, ডিএসপি ট্রাফিক রিপন বল, রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। অনুষ্ঠান শুরুর আগে রায়গঞ্জ ট্রাফিক পুলিশ, এনসিসি বাহিনী ও সিভিল ডিফেন্স বাহিনী নিয়ে বর্ণাঢ্য এক সচেতনতামূলক শোভাযাত্রা রায়গঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করে। রায়গঞ্জ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে হেলমেট বিহীন বাইক চালকদের হেলমেট পড়িয়ে দিয়ে সচেতন করা হয়।
রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, আপনার জীবনের জন্য, আপনার পরিবারের জন্য পথ নিরাপত্তা সকল মানুষকেই মেনে চলতে হবে৷ প্রসঙ্গত, রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৬ সালে “সেফ ড্রাইভ সেভ লাইফ” প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের ফলে সারা রাজ্যে পথ দুর্ঘটনার সংখ্যা কমেছে বলে পুলিশ সূত্রের খবর।