রায়গঞ্জ

রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলেন রায়গঞ্জ থানার পুলিশ

সামাজিক দূরত্ব মেনেই রক্তদান করলেন পুলিশ কর্মীরা। লকডাউনে রক্তের সঙ্কট মেটাতে রক্তদান করলেন রায়গঞ্জ থানার আইসি সহ ৬০ জন পুলিশ কর্মী।

Bengal Live রায়গঞ্জঃ লকডাউনের মাঝে রক্তের সঙ্কট মেটাতে উদ্যোগ গ্রহণ করলেন রায়গঞ্জ থানার পুলিশ। আইসি সুরজ থাপা সহ রক্তদান করলেন ৬০ জন পুলিশ কর্মী। দেশজুড়ে চলছে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউন । আর সেই কারণেই বেশকিছু দিন থেকে কোনও রক্তদান শিবিরের আয়োজন হয়নি। ফলে ব্যাপক রক্ত সঙ্কট দেখা দিয়েছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে। সেই সমস্যা সমাধানেই এবার এগিয়ে এলেন পুলিশ কর্মীরা।

লকডাউন সামাল দিতে পুলিশ যখন ব্যস্ত, রাস্তা থেকে মানুষকে বাড়িতে ঢোকাতে, রেশন দোকানে, বা বাজারের ভিড় সামাল দিতে, ঠিক তখনই আরও একবার শহরের বুকে ফুটে উঠল পুলিশের মানবিক মুখ। রক্তদানের পর পুলিশ কর্মীরা বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি এই লকডাউন সফল করতে দিনরাত ব্যস্ত থাকতে হচ্ছে। এদিকে লকডাউন থাকায় জমায়েত নিষিদ্ধ রয়েছে। ফলে হাসপাতাল গুলোতে রক্তের সঙ্কট দেখা দিয়েছে। সেই রক্তের সঙ্কট মেটাতে আমরা পুলিশ কর্মীরা এগিয়ে এসেছি। সামাজিক দূরত্ব মেনেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।

Related News

Back to top button