রায়গঞ্জ

গাঁজা পাচারের নয়া কৌশল রুখে দিল রায়গঞ্জ জেলা পুলিশ

উপরে মাছ, নীচে বোঝাই করা গাঁজা। নিষিদ্ধ মাদক পাচারের নয়া কৌশল রুখে দিল করণদিঘি থানার পুলিশ।

Bengal Live রায়গঞ্জঃ মাছের গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল করণদিঘি থানার পুলিশ৷ শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে হানা দিয়ে ওই মাছের গাড়িকে আটক করে পুলিশ৷ প্রায় দুইশত কেজি গাঁজা উদ্ধার হয় বলে জানা গেছে। গাড়ির চালক পালিয়ে গেলেও গাঁজা পাচারের সাথে যুক্ত অপর ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার রায়গঞ্জ আদালতে ধৃতকে পেশ করে পুলিশ।

জানা গেছে, মাছ বোঝাই গাড়ির নীচে ১৯১.৮ কেজি গাঁজা ময়নাগুড়ি থেকে উত্তর দিনাজপুর জেলায় পাচার করা হচ্ছিল। সেই খবর পাওয়ার পরেও তৎপরতার সাথে ৩৪ নম্বর জাতীয় সড়কে নাকা তল্লাশি করা শুরু করে রায়গঞ্জ পুলিশ জেলার অন্তর্গত করণদিঘি থানার পুলিশ।

রায়গঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার অনুপম সিংহ বলেন, গোপন সূত্রে খবর পেয়েই পুলিশ নাকা তল্লাশি শুরু করে৷ ১৯১.৮ কেজি গাঁজা উদ্ধার হয়েছে৷ আনুমানিক বাজার মূল্য ২০ লক্ষ টাকা। উত্তর দিনাজপুর জেলার কোথায় কোথায় এই গাঁজা পাচার করা হচ্ছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে। পলাতক পাচারকারীকে দ্রুত গ্রেপ্তার করা হবে৷

Related News

Back to top button