গ্রেপ্তার রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক রাকেশ গোপ
সরকারি কাজে বাধা দেওয়া ও সরকারি কর্মীদের হেনস্থা করার অভিযোগ উঠল রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক রাকেশ গোপের বিরুদ্ধে। অভিযোগ পেয়েই চিকিৎসককে গ্রেপ্তার করল পুলিশ৷
Bengal Live রায়গঞ্জঃ সরকারি কাজে বাঁধা দেওয়া এবং সরকারী কর্মীদের হেনস্থা করার অভিযোগে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের এক চিকিৎসককে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত চিকিৎসক ডাঃ রাকেশ গোপের বিরুদ্ধে ১৮৬, ৩৫৩, ৩৪১ ও ৩৪২ ধারায় মামলা রুজু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। ধৃত ওই চিকিৎসককে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়েছে। যদিও ওই চিকিৎসক তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে বলে পাল্টা অভিযোগ করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
স্বাস্থ্যসাথী কার্ড থাকতেও নার্সিংহোমগুলি তা নিচ্ছেনা। রায়গঞ্জের বিভিন্ন নার্সিংহোমগুলির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এই অভিযোগ ছিল। বিনামূল্যে অপারেশন সহ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন নাগরিকরা। এই অভিযোগ পেয়ে উত্তর দিনাজপুর জেলাশাসক রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের কো-অর্ডিনেটর রফিকুল ইসলামকে নজরদারির নির্দেশ দেন। জেলা প্রশাসনের নির্দেশে স্বাস্থ্যসাথীর দায়িত্বে থাকা জেলা কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম সহ কয়েকজন সরকারি আধিকারিক মঙ্গলবার রাতে আচমকাই রায়গঞ্জ শহরের নার্সিংহোমগুলিতে পরিদর্শনে যান। শহরের দেবীনগর এলাকায় সুধা নার্সিংহোমে পরিদর্শনে গিয়ে বেশ কয়েকজন রোগীর পরিবারের কাছ থেকে স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ না করার অভিযোগ পান কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম। এনিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেলে অভিযোগ, মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক রাকেশ গোপ তার দলবল নিয়ে সরকারি অফিসারদের কাজে বাধা দেন। এমনকি ওই সরকারি কর্মীদের আটকে রেখে শারীরিক হেনস্থা করার অভিযোগ ওঠে চিকিৎসকের বিরুদ্ধে।
জানা গেছে, কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম দ্রুত জেলাশাসককে বিষয়টি জানালে জেলাশাসক রায়গঞ্জ থানায় ওই চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেন। এরপরেই রফিকুল ইসলাম চিকিৎসক রাকেশ গোপের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতেই গ্রেপ্তার করা হয় রাকেশ গোপকে। অভিযুক্ত চিকিৎসক রাকেশ গোপ জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। কী কারনে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে তা তিনি বলতে পারবেন না।
রায়গঞ্জ আদালতের সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার জানিয়েছেন, রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম ডাঃ রাকেশ গোপের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর বিরুদ্ধে
সরকারি কাজে বাধা দেওয়া এবং সরকারি কর্মীদের হেনস্থা করার অভিযোগ রয়েছে। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ১৮৬, ৩৫৩ আইপিসি, ৩৪১, ৩৪২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।