রায়গঞ্জ

‘we want Justice’ স্লোগান তুলে মিছিল রায়গঞ্জে

Bengal Live রায়গঞ্জঃ ‘we want Justice’ স্লোগানে মিছিল রায়গঞ্জে। রবিবার বিকেলে রায়গঞ্জের বিদ্রোহী মোড় এলাকা থেকে চিকিৎসক, সাধারণ নাগরিকদের নিরাপত্তা সহ মোট পাঁচ দফা দাবীতে মিছিল করল ছাত্র – যুব সংহতি মঞ্চ। মিছিল থেকে চিকিৎসকদের নুন্যতম নিরাপত্তা প্রদান, স্বাস্থ্য ক্ষেত্রে অচলাবস্থা দূর করা, রাজনীতির নামে সাম্প্রদায়িকীকরণ বন্ধ, সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা সহ রাজনৈতিক হিংসা দূর করার ডাক দেওয়া হয়। শহরের ঘড়ি মোড়ে এদিন মানব বন্ধন কর্মসূচিও পালন করেন ছাত্র – যুব সংহতি মঞ্চের সদস্যরা।

সংগঠনের সভাপতি মনসিজ কর বলেন, চিকিৎসকদের উপর পরিকল্পনামাফিক হামলার ঘটনা ও কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীন বিবৃতিতে আমরা স্তম্ভিত। এছাড়াও প্রতিদিনের রাজনৈতিক অস্থিরতা ও রাজনীতির নামে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি, এই সব কিছুর বিরুদ্ধে আমাদের সীমিত ক্ষমতায় যতটুকু প্রতিবাদ করা সম্ভব, আমরা তারই আয়োজন করেছি। আমরা চাইছি, স্বাস্থ্য ক্ষেত্রে এই অচলাবস্থা অবিলম্বে মিটুক। স্বাস্থ্যক্ষেত্রে পরিকাঠামো উন্নতি হোক। সব পেশার মানুষ যেন নিরাপত্তা পায় তা সুনিশ্চিত করুক রাজ্য সরকার। আমাদের দাবী,মানুষ যেন সুস্থ ভাবে এই রাজ্যে নিজের সম্মান বজায় রেখে জীবিকা নির্বাহ করতে পারে৷

Related News

Back to top button