রায়গঞ্জ

সরকারি আধিকারিককে জলে নামালেন কর্ণজোড়ার জলবন্দী মানুষরা

বেহাল নিকাশি ব্যবস্থার জেরে এক সপ্তাহের বেশি সময় ধরে জল জমে রয়েছে কর্ণজোড়া সরকারি আবাসন চত্বরে৷ বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন আবাসনের দেখভালের দায়িত্বে থাকা সরকারি আধিকারিক।

 

Bengal Live রায়গঞ্জঃ বেহাল নিকাশি ব্যবস্থা। এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও জল জমে রয়েছে কর্ণজোড়া সরকারি আবাসন চত্বরে। পচা দুর্গন্ধ থেকে শুরু করে সাপ ও পোকামাকড়ের আক্রমণের আশঙ্কা করছেন বাসিন্দারা। এক হাঁটু জল পেরিয়েই চলাফেরা করতে হচ্ছে খোদ উত্তর দিনাজপুর জেলা প্রশাসনিক কার্যালয়ের রায়গঞ্জ কর্ণজোড়ার সরকারি আবাসনের আবাসিকদের। সমস্যার কোনও সুরাহা না হওয়ায় বৃহস্পতিবার আবাসনের দেখভালের দায়িত্বে থাকা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ওই জমা জলে নিয়ে গিয়ে হাঁটালেন ক্ষুদ্ধ আবাসিকরা।

বৃষ্টির জল জমেই বেহাল অবস্থা সরকারি আবাসন চত্বরের। নিকাশি ব্যবস্থা না থাকায় প্রায় দশদিন ধরে বৃষ্টির জমা জলে আটকে রয়েছেন আবাসনের বাসিন্দারা। একহাঁটু জল ভেঙে বাজার করা থেকে শুরু প্রতিদিন অফিসে যেতে হচ্ছে সকল কর্মচারীদের। এই জমা জল নিষ্কাশনের জন্য বহুবার জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা। জল নিষ্কাশনের দাবিতে এর আগে রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভও দেখিয়েছেন আবাসিকেরা। কিন্তু কোনও সুরাহা হয়নি।

বৃহস্পতিবার আবাসনের বাসিন্দারা, বিশেষ করে মহিলারা কার্যত চড়াও হন আবাসনের দেখভালের দায়িত্বে থাকা আবাসন দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিসে। অফিস তালাবন্ধ করে দিয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মিহির সরকারকে আবাসনের জমা জলে পায়ে হাঁটিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে বাধ্য করেন। এরপরই আবাসন দপ্তর থেকে দ্রুত জল নিষ্কাশনের জন্য বিকল্প ড্রেন খোঁড়ার উদ্যোগ গ্রহন করা হয়। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মিহির সরকার জানিয়েছেন, আবাসন চত্বরে বেশ কিছুদিন ধরেই বৃষ্টির জল জমে সমস্যার সৃষ্টি হয়েছে। বিকল্প ড্রেন কেটে সেই জল বের করার কাজ শুরু করা হয়েছে।

Related News

Back to top button