কালী পূজায় মিলনপাড়া অনামী বয়েজ সুকান্তর থিম অশুভ শক্তির বিনাশ
৬৩ তম বর্ষে রায়গঞ্জ মিলনপাড়ার অনামী বয়েজ সুকান্ত। কালী পূজায় এই বছর তাদের থিম অশুভ শক্তির বিনাশ।
Bengal Live রায়গঞ্জঃ অশুভ শক্তির বিনাশ করতে মর্তে আসছেন শ্যামা। এই থিমকে সামনে রেখেই মন্ডপ গড়ে তুলছে রায়গঞ্জের মিলনপাড়া অনামী বয়েজ সুকান্ত। ৬৩ তম বর্ষে এই বছর ৩৫ ফুট লম্বা ও ২৫ ফুট চওড়া মন্ডপ গড়ে তুলছে অনামী বয়েজ সুকান্ত।
পূজা কমিটির সম্পাদক রন্তু দাস জানান, বাঁশ,প্লাই,লাল সুতো,রুদ্রাক্ষ, সহ একাধিক সরঞ্জাম দিয়ে মন্ডপ সাজিয়ে তোলা হচ্ছে। প্রতিমাতেও থাকছে চমক। অর্ধচন্দ্রের উপরে থাকছে প্রতিমা। অশুভ শক্তি বিনাশ করতে মন্ডপ জুড়ে থাকছে মায়ের শতাধিক হাত। প্রতিটি হাতেই থাকবে অস্ত্র। থিমের সাথে মানানসই আলোক সজ্জা থাকছে বলেও জানিয়েছেন তিনি।
কমিটি সূত্রে জানা গেছে, পূজাকে কেন্দ্র করে তিনদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি দুস্থদের বস্ত্র বিতরণ কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। জাঁকজমক পূর্ণ নিরঞ্জনের শোভাযাত্রা রায়গঞ্জবাসীর নজর কাড়বে বলে দাবি পূজা উদ্যোক্তাদের।